নিকেলোডিয়ন (ফ্রান্স)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকেলোডিয়ন ফ্রান্স
উদ্বোধন১৬ নভেম্বর ২০০৫; ১৮ বছর আগে (2005-11-16)
মালিকানাপ্যারামাউন্ট নেটওয়ার্কস ফ্রান্স
দেশফ্রান্স
ভাষাফরাসি
প্রচারের স্থানফ্রান্স
সুইজারল্যান্ড
বেলজিয়াম
লুক্সেমবার্গ
মোনাকো
মরক্কো
তিউনিসিয়া
লেবানন
মাদাগাস্কার
মরিশাস
সমুদ্রে ওপারের ফ্রান্স
হাইতি
প্রধান কার্যালয়নৈ-স্যুর-সেন
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
নিকেলোডিয়ন জুনিয়র
নিকেলোডিয়ন টিন
এমটিভি
গেম ওয়ান
জে-ওয়ান
এমটিভি হিটস
বিইটি
কমেডি সেন্ট্রাল
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

নিকেলোডিয়ন হচ্ছে একটি ফরাসি পে টেলিভিশন চ্যানেল যেটি ফ্রান্সে যুক্তরাষ্ট্রভিত্তিক নিকেলোডিয়নের স্থানীয় সংস্করণ হিসেবে চলছে, এবং ফ্রান্সের বাহিরে এটি সুইজারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মোনাকো, লেবানন, ফ্রাঙ্কোফোন আফ্রিকা, এবং হাইতির মতো বিভিন্ন ফরাসি ভাষী এলাকায় সম্প্রচার করে। নিকেলোডিয়নের দুইটি ভ্রাতৃপ্রতিম চ্যানেল আছে, যেগুলো হচ্ছে নিকেলোডিয়ন জুনিয়র এবং নিকেলোডিয়ন টিনফ্রাঙ্কোফোন এলাকায় চ্যানেলটি শুধু "নিকেলোডিয়ন" নামে ব্র্যান্ড করা, সাথে বাকি সমস্ত মার্কেটে ব্যবহৃত সাধারণ "নিক" ব্র্যান্ডিংটি পুরোপুরি অব্যবহৃত রয়ে যায়, যেহেতু "নিক" নামটি ফরাসি গালি "নিকেয়ার" (niquer) এর সাথে অনেক অনুরূপ।

ইতিহাস[সম্পাদনা]

২০০৩ সালের ১০ জানুয়ারিতে "এন-টুন্স" এর নামের একটি নিকেলোডিয়ন আনুষ্ঠানিক ব্লক চালু হয় কানাল জেতে

নিকেলোডিয়নের ফরাসি সংস্করণ উদ্বোধনের ঘোষণা করা হয় ২০০৫ সালে,[১] এবং সেই সালের ১৬ নভেম্বরে চ্যানেলটি সম্প্রচার শুরু করে।[২] রাষ্ট্রীয় শিশুতোষ চ্যানেল গ্যুলির পক্ষে চ্যানেলটির ফরাসি ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশনে সম্প্রচারের আবেদন সিএসএ প্রত্যাখ্যান করে। বিজ্ঞাপন এবং পণ্য বিক্রির মাধ্যমে চ্যানেলটি আয় পায়। তখন এর বাজার মূল্য ছিলো €৩০ কোটির সমান।[৩] ২০০৬ সালে কন্সোজুনিয়র দ্বারা একটি গবেষণার অনুযায়ী নিকেলোডিয়ন ছিল ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় শিশুতোষ চ্যানেল ৪ থেকে ১৪ বছরের শিশুদের মধ্যে।[২] এই সময়ে নিকেলোডিয়ন নতুন অনুষ্ঠান যেমন স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস্‌, অবতার: দ্য লাস্ট এয়ারবেন্ডার, এবং ডোরা দ্য এক্সপ্লোরার প্রচার করেছিলো।[২] তারপর ২০০৭ সালের প্রথম ভাগের সময়ে নিকেলোডিয়ন এক বছরে ১১৩% এর দর্শক ভাগ বৃদ্ধি করেছে।[২] এটির জন্য মাত পোকোরার মতো কিছু ফরাসি শিল্পী হোস্ট হিসেবে চ্যানেলে উপস্থিত হওয়া শুরু করেছে।[৪]

২০১০ সালের ২৬ জানুয়ারিতে নিকেলোডিয়ন ফ্রান্স নতুন লোগো এবং গ্রাফিক্স প্যাকেজ গ্রহণ করে।[৫] সেই দিনে ভ্রাতৃপ্রতিম নিকেলোডিয়ন জুনিয়র সম্প্রচার শুরু করে।[৬] সেই সালের নভেম্বর মাসে চ্যানেলটি এটির পঞ্চম বার্ষিকী উদযাপন করেছে।[৭] ২০১১ সালের ২০ সেপ্টেম্বরে নিকেলোডিয়ন এটির অ্যাসপেক্ট রেশিও ৪:৩ থেকে ১৬:৯ এ পরিবর্তন করে। ২০১৩ সালের মে মাসে নিকেলোডিয়ন, ২কে গেমসের সাথে সহযোগে, ডোরা দ্য এক্সপ্লোরারের দুটি নতুন ভিডিও গেমের মুক্তির ঘোষণা দেয়।[৮]

২০১৩ সালের ২৮ জুন থেকে ১২ জুলাইর পর্যন্ত নিকেলোডিয়ন ফ্রান্সে ছয়টি মলে "ক্রেজি ট্যুর নিকেলোডিয়ন" সংগঠিত করেছে।[৯] ২০১৪ সালের ৬ সেপ্টেম্বরে নিকেলোডিয়ন ফ্রান্স চ্যানেলের মূল অনুষ্ঠান, র‍্যাবিডস ইনভেশন, প্রচারিত করে।[১০]

২০১৪ সালের ১৯ নভেম্বরে নিকেলোডিয়ন ৪টিনের উদ্বোধন হয়, যেটি কৈশোরদের লক্ষ্য করা অনুষ্ঠান প্রচারিত করে।[১১] চ্যানেলটি ২০১৭ সালে নিকেলোডিয়ন টিনে রূপান্তর করা হ​য়। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বরে নিকেলোডিয়ন এইচডি এর উদ্বোধন হ​য়।[১২] ২০১৬ সালের মার্চে এমটিভির টাইমশিফ্ট ফিড, এমটিভি +১, কে প্রতিস্থাপন করে নিকেলোডিয়ন +১ এর উদ্বোধন হ​য়। ২০১৯ সালে নিকেলোডিয়ন চ্যানেলগুলো ফরাসি আইএসপি তোড়ায় অন্তর্ভুক্ত করা হ​য়, এবং এগুলির কানাল+ এ এক্সক্লুসিভিটি শেষ হ​য়।[১৩] ২০২১ সালের জানুয়ারিতে মরিশাস টেলিকমের মাই.টি অফারে নিকেলোডিয়ন, জে-ওয়ান, এবং কমেডি সেন্ট্রাল অন্তর্ভুক্ত করা হ​য়।[১৪]

ভ্রাতৃপ্রতিম চ্যানেলসমূহ[সম্পাদনা]

নিকেলোডিয়ন জুনিয়র[সম্পাদনা]

নিকেলোডিয়ন জুনিয়রের লোগো

বর্তমানে নিকেলোডিয়ন জুনিয়র হচ্ছে একটি আলাদা ২৪ ঘণ্টার জন্য প্রচারিত ডিজিটাল টেলিভিশন চ্যানেল।

নিকেলোডিয়ন টিন[সম্পাদনা]

২০১৪ সালের ১৯ নভেম্বরে নিকেলোডিয়ন ৪টিনের উদ্বোধন করা হ​য়, এবং এটি এইচডিতে প্রথমত মেয়েদের জন্য লাইভ-অ্যাকশন অনুষ্ঠান প্রচারিত করে। ২০১৭ সালের ২৬ আগস্টে চ্যানেলটির নাম "নিকেলোডিয়ন টিন" এ রূপান্তর হয়।

এন-টুন্স[সম্পাদনা]

এন-টুন্সের লোগো

এন-টুন্স ব্লকটি ২০০৩ সালে কানাল জেতে নিকটুন্স নামে সম্প্রচার শুরু করেছে। ২০০৫ সালে ব্লকটি বন্ধ করে দেওয়া হ​য়। তারপরে ২০১১ সালে ব্লকটি নিকেলোডিয়নে ফিরে আসে, এবং ২০১৫ সাল পর্যন্ত চলেছে।

বর্তমান অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Anthony (২২ অক্টোবর ২০০৫)। "Nickelodeon bientôt sur CanalSat"। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ .
  2. Émilie Lopez (২৩ জানুয়ারি ২০০৮)। "De Bob l'éponge à Dora l'exploratrice, les beaux succès de Nickelodeon"Toute la télé। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  3. Hélène Laurichesse (২০১৩)। La stratégie de marque dans l'audiovisuelআইএসবিএন 978-2200288082। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  4. "M.Pokora et Cyril Féraud co-animateurs sur Nickelodeon."jeanmarcmorandini.COM। ৬ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  5. Jean-Marc Morandini (২৭ ডিসেম্বর ২০০৯)। "Nickelodeon change de look en 2010"। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  6. "Numericable lance NICKELODEON JUNIOR"কেবলবক্স নিউজ। ২৮ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  7. "Nickelodeon : la chaîne des enfants fête ses 5 ans du 8 au 12 novembre 2010"টেলিপ্রেমিয়ার। ৮ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪ 
  8. "2K Play et Nickelodeon annoncent la sortie de 2 nouveaux titres"। ২৪ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ .
  9. "Le Crazy Tour Nickelodeon va enflammer Claye Souilly !"সিটিজেন কিড। ১৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ .
  10. "Les Lapins Crétins envahissent Nickelodeon à partir du 6 septembre"AFJV। ২৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ .
  11. Schmitt, Frédéric (১৮ নভেম্বর ২০১৪)। "Nickelodeon 4teen arrive sur Canalsat et Numéricable"Télé Satellite et Numérique। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  12. "Change Log: Nickelodeon HD France"কিং অফ স্যাট। ২২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  13. "Nickelodeon n'est plus une exclusivité Canal"Echos du Net (ফরাসি ভাষায়)। ৩ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  14. "Toutes les chaînes my.t en FREE VIEWING jusqu'au 11 janvier 2021"www.myt.mu। ২২ ডিসেম্বর ২০২০। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]