পশ্চিম মধ্য রেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিম মধ্য রেল
১২-পশ্চিম মধ্য রেল
রাজ্য
কার্যকাল২০০৩; ২১ বছর আগে (2003)–বর্তমান
পূর্বসূরিমধ্য রেল
পশ্চিম রেল
ট্র্যাক গেজমিশ্র
দৈর্ঘ্য২,৯১১ কিমি (১,৮০৯ মা)
প্রধান কার্যালয়জবলপুর
ওয়েবসাইটwww.wcr.indianrailways.gov.in

  পশ্চিম মধ্য রেল ভারতীয় রেলওয়ের ১৮টি জোনের মধ্যে একটি, ১ এপ্রিল ২০০৩-এ অস্তিত্ব লাভ করে। এটির সদর দপ্তর জবলপুরে। কেন্দ্রীয় রেলওয়ে থেকে ভোপাল বিভাগ এবং জবলপুর বিভাগ নামে দুটি বিভাগ এবং পশ্চিম রেলওয়ের কোটা বিভাগ নামে একটি বিভাগ নিয়ে এটি তৈরি করা হয়েছিল। WCR জোন ভারতের পশ্চিম মধ্য অঞ্চলে রেল রুট কভারেজ প্রদান করে। তার রুট অধিকাংশই মধ্যপ্রদেশ এবং রাজস্থান রাজ্যের মধ্যে। উত্তরপ্রদেশ রাজ্যের একটি খুব সামান্য অংশ আছে।

ইতিহাস[সম্পাদনা]

১ এপ্রিল ২০০৩-এ, মধ্য রেল (CR) এর জবলপুরভোপাল এর সাথে পশ্চিম রেল (WR) এর কোটা বিভাগ যোগ করে পশ্চিম মধ্য রেল (WCR) তৈরী হয়েছে।[১]

এখতিয়ার[সম্পাদনা]

অঞ্চলটি পূর্ব ও মধ্য মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তর প্রদেশ এবং উত্তর -পূর্ব রাজস্থান রাজ্যে পরিবেশন করে। এটিতে তুগলকাবাদ (TKD) লোকোমোটিভ শেড রয়েছে, যা WCR-এর কোটা বিভাগের অন্তর্গত কিন্তু উত্তর রেলওয়ে অঞ্চলে অবস্থিত।[২] WCR মথুরায় উত্তর রেল, পশ্চিম রেলওয়ে নাগদায়, উত্তর পশ্চিম রেলওয়ে চিতোরগড়ে, সেন্ট্রাল রেলওয়ে খান্ডোয়া এবং ইটারসিতে, উত্তর সেন্ট্রাল রেলওয়ে বিনা এবং মানিকপুরে, দক্ষিণ পূর্ব সেন্ট্রাল রেলওয়ে কাটনিতে এবং পূর্ব সেন্ট্রাল রেলওয়ে সিঙ্গারোলি স্টেশনে মিলিত হয়।[৩]

বিভাগ[সম্পাদনা]

পশ্চিম মধ্য রেলওয়ে জোনে ৩টি বিভাগ রয়েছে;

লোকো শেড[সম্পাদনা]

ডব্লিউসিআর-এ পাঁচটি লোকো শেড রয়েছে।

  • ইলেকট্রিক লোকো শেড, তুঘলকাবাদ
  • ইলেকট্রিক লোকো শেড, ইটারসি
  • ইলেকট্রিক লোকো শেড, নিউ কাটনি
  • ডিজেল লোকো শেড, নিউ কাটনি
  • ডিজেল লোকো শেড, ইটারসি

পর্যটক স্থান[সম্পাদনা]

নিম্নলিখিত পর্যটকদের আগ্রহের জায়গাগুলি WCR এর রেল রুটে অবস্থিত:

আরও দেখুন[সম্পাদনা]

  • অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন (AISMA)
  • মধ্যপ্রদেশে রেল পরিবহন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "New Railway zones to be functional from April 1"। Press Information Bureau, Government of India। ৩১ মার্চ ২০০৩। 
  2. "West Central Railway"wcr.indianrailways.gov.in। Indian Railways। ২৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২১ 
  3. "West Central Railway"wcr.indianrailways.gov.in। Indian Railways। ১৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:পশ্চিম ভারতে রেলওয়ে টেমপ্লেট:মধ্য ভারতে রেলওয়ে