পলাশবাড়ী ইউনিয়ন, নীলফামারী সদর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পলাশবাড়ী
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলানীলফামারী সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

পলাশবাড়ী ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার নীলফামারী সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

অবস্থান[সম্পাদনা]

পলাশবাড়ী ইউনিয়ন নীলফামারী শহরের উত্তরে অবস্থিত। ইউনিয়নের উত্তরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন,ও সদরের লক্ষীচাপ ইউনিয়ন, দক্ষিণে নীলফামারী পৌরসভা ও পূর্বে টুপামারী ইউনিয়ন পশ্চিমে চওড়া বড়গাছা ইউনিয়ন, গোড়গ্রাম ইউনিয়নখোকশাবাড়ী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

পলাশবাড়ী ইউনিয়ন ১০ মৌজা নিয়ে গঠিত। মৌজা সমূহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।[২]

  • মৌজা সমূহের নাম-
    • তরনীবাড়ী
    • পলাশবাড়ী
    • জ্ঞানদাশ কানাই কাটা
    • আরাজী ইটাখোলা
    • নটখানা
    • বামনডাঙ্গা
    • খলিচাপশা

ইতিহাস[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

পলাশবাড়ী ইউনিয়নের জনসংখ্যা উপাত্ত

  • মোট জনসংখ্যাঃ ২৩,৭৩৬ জন[৩]
    • নারীঃ ১১,৬৫৬ জন
    • পুরুষঃ ১২,০৮০ জন

শিক্ষা[সম্পাদনা]

এ ইউনিয়নের শিক্ষা হার ৪৬%। ইউনিয়নের ১টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ১০টি প্রাথমিক বিদ্যালয়, ১টি প্রিক্যাটেড স্কুল ও ৩টি কিন্ডারগার্ডেন স্কুল রয়েছে।

উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান

  • পলাশবাড়ী কলেজ
  • পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়

অর্থনীতি[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • নীলকুঠি, নটখানা, পলাশবাড়ী
  • ডেনিশ লেপ্রসি মিশন, নটখানা, পলাশবাড়ী
  • তরনীবাড়ি পুরাতন বিষ্ণু মন্দির, তরনিবাড়ী, পলাশবাড়ী
  • তরনিবাড়ী রেল স্টেশন, তরনিবাড়ী, পলাশবাড়ী

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পলাশবাড়ী ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন 
  2. পলাশবাড়ী ইউনিয়ন তথ্য বাতায়ন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ইউনিয়নের জনসংখ্যা"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]