ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড

স্থানাঙ্ক: ৫২°১৯′১০.০০″ উত্তর ৪°৫০′৫৬.৬১″ পূর্ব / ৫২.৩১৯৪৪৪৪° উত্তর ৪.৮৪৯০৫৮৩° পূর্ব / 52.3194444; 4.8490583
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানঅ্যামস্টেলভিন
দেশনেদারল্যান্ডস
ধারণক্ষমতা৪৫০০
প্রান্তসমূহ
সিটি এন্ড
মুল্ডার্স এন্ড
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ ওডিআই২৬ মে ১৯৯:
কেনিয়া  বনাম  দক্ষিণ আফ্রিকা
সর্বশেষ পুরুষ ওডিআই১০ জুলাই ২০১০:
আয়ারল্যান্ড  বনাম  স্কটল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
নেদারল্যান্ডস
ভিআরএ আমস্টারডাম (১৯৩৯ – বর্তমান)
১ অক্টোবর ২০১২ অনুযায়ী
উৎস: Ground profile

ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিন এলাকায় অবস্থিত একটি ক্রিকেট মাঠ। ১৯৩৯ সাল থেকে ভিআরএ অ্যামস্টেলভিনের প্রধান অনুশীলনী মাঠ এটি। এ মাঠের দর্শক ধারণ ক্ষমতা ৪,৫০০। বিশ্ব ক্রিকেট লীগ, আন্তর্মহাদেশীয় কাপসিবি৪০ প্রতিযোগিতায় স্বাগতিক নেদারল্যান্ডস ক্রিকেট দল এ মাঠে নিয়মিতভাবে প্রতিপক্ষের মুখোমুখি হয়।

ইতিহাস[সম্পাদনা]

১৯৭৮ সালে সফরকারী নিউজিল্যান্ডের সাথে নেদারল্যান্ডসের খেলার মাধ্যমে এ মাঠটি প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়েছিল। এছাড়াও, এখানে অনেকগুলো একদিনের আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপ অন্যতম। ২০০৪ সালের ভিডিওকন কাপে ভারত, পাকিস্তানঅস্ট্রেলিয়াকে নিয়ে ত্রি-দেশীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৯৯০ সালের আইসিসি ট্রফি প্রতিযোগিতা আয়োজনের জন্য এ মাঠে খেলা অনুষ্ঠিত হয়। এরফলে ইংল্যান্ডের বাইরে প্রথমবারের মতো আইসিসি ট্রফি প্রতিযোগিতা সম্পন্ন হয়।

রেকর্ডসমূহ[সম্পাদনা]

ওলন্দাজ ক্রিকেটের ইতিহাসে এ মাঠটি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের স্বাক্ষী হয়ে আছে। তন্মধ্যে ১৯৮৯ সালে অ্যালেক স্টুয়ার্টনাসের হুসাইনের অংশগ্রহণে ইংল্যান্ড একাদশের বিপক্ষে ৩ রানের স্মরণীয় জয় পায় নেদারল্যান্ডস দল। ৪ জুলাই, ২০০৬ তারিখে অনুষ্ঠিত খেলায় নেদারল্যান্ডস দল প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কার মুখোমুখি হয়। সফরকারী শ্রীলঙ্কা দল নির্ধারিত ৫০ ওভারে ৪৪৩/৯ রান তোলে যা একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ হিসেবে অদ্যাবধি পরিচিতি পাচ্ছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sri Lanka break one-day record, Sri Lanka v Netherlands, 1st ODI, Amstelveen"Cricinfo। 2006-7-4। সংগ্রহের তারিখ 2015-6-24  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]