সোনাই বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোনাই
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১০ নং চিহ্নিত কেন্দ্রটি সোনাই
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১০ নং চিহ্নিত কেন্দ্রটি সোনাই
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাকাছাড়
কেন্দ্র নং.১০
লোকসভা কেন্দ্র২. শিলচর
নির্বাচনী বছর১,৮৩,৫৮০ (২০২১)

সোনাই বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (নয় বার)।

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৮৩,৫৮০ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯২,৮৬১ জন এবং নারী ভোটার ৯২,৪৯২ জন। এছাড়াও পাঁচজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। সোনাই বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৭৭।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৫৯,০৪০ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮২,৮৯৫ জন এবং নারী ভোটার ৭৬,১৪৫ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৩৭,৩৬৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭২,৪১৪ জন এবং নারী ভোটার ৬৪,৯৫২ জন।[৩]

বিধানসভার সদস্য[সম্পাদনা]

নির্বাচন বিধায়ক[৪] দল সময়কাল
২০২১ করিম উদ্দিন বড়ভূঁইয়া এআইইউডিএফ ২০২১-বর্তমান
২০১৬ আমিনুল হক লস্কর বিজেপি ২০১৬-২১
২০১১ এনামুল হক বিজয় আইএনসি ২০১১-১৬
২০০৬ কুতুব আহমেদ মজুমদার ২০০৬-১১
২০০১ আনোয়ার হোসেন লস্কর এসপি ১৯৯৬-২০০৬
১৯৯৬ অগপ
১৯৯১ বদ্রীনারায়ণ সিংহ বিজেপি ১৯৯১-৯৬
১৯৮৫ আব্দুল রব লস্কর আইএনসি ১৯৮৫-৯১
১৯৮৩ নুরুল হক চৌধুরী ১৯৮৩-৮৫
১৯৭৮ আলতাব হোসেন মজুমদার জেপি ১৯৭৮-৮৩
১৯৭২ বিশ্বনাথ উপাধ্যায় আইএনসি ১৯৭২-৭৮
১৯৬৭ এম. এম. চৌধুরী ১৯৬৭-৭২
১৯৬২ পুলকেশী সিংহ ১৯৬২-৬৭
১৯৫৭ নন্দকিশোর সিংহ ১৯৫১-৬২
১৯৫১

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০২১ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : সোনাই[৫]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা করিম উদ্দিন বড়ভূঁইয়া ৭১,৯৩৭ ৪৮.৮৩% +২২.৭৮
বিজেপি আমিনুল হক লস্কর ৫২,২৮৩ ৩৫.৪৯% -০.৪০
স্বতন্ত্র আশীষ হালদার ১৪,৫০০ ৯.৮৪% অপ্রযোজ্য
তৃণমূল শান্তি কুমার সিংহ ২,৭৯৬ ১.৯০% অপ্রযোজ্য
স্বতন্ত্র সায়াল আহমেদ বড়ভূঁইয়া ১,০৬১ ০.৭২% অপ্রযোজ্য
স্বতন্ত্র এনামুল হক ৭৩৫ ০.৫০% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৪,৪৯৬ ২.৭২%
জয়ের ব্যবধান ১৯,৬৫৪ ১৩.৩৪% +৭.২১
ভোটার উপস্থিতি ১,৪৭,৩৩৪ ৭৯.৮৮% +১.৯০
গণতান্ত্রিক মোর্চা নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১৬ ফলাফল[৬][৭][সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : সোনাই
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি আমিনুল হক লস্কর ৪৪,২৩৬ ৩৫.৮৯
কংগ্রেস এনামুল হক বিজয় ৩৬,৬৮৩ ২৯.৭৬
গণতান্ত্রিক মোর্চা করিম উদ্দিন বড়ভূঁইয়া ৩২,১০৯ ২৬.০৫
স্বতন্ত্র ইবুঙ্গোবি সিংহ ২,৯৮৭ ২.৪২
স্বতন্ত্র আনোয়ার হোসেন লস্কর ২,৪০৮ ১.৯৫
স্বতন্ত্র সঞ্জীব কুমার দাস ৯৪৩ ০.৭৭
স্বতন্ত্র সন্তোষ দাস ৫৯৮ ০.৪৯
স্বতন্ত্র রেজাউল ইসলাম বড়ভূঁইয়া ৫৭৯ ০.৪৭
এলজেপি প্রাণেশ নাথ ৫২২ ০.৪২
এসপি মণীন্দ্র চন্দ্র দাস ৪০১ ০.৩৩
স্বতন্ত্র জহরলাল গোয়ালা ৪০১ ০.৩৩
স্বতন্ত্র মাকসুস আহমেদ লস্কর ৩০৬ ০.২৫
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,২৯২ ১.০৫
সংখ্যাগরিষ্ঠতা ৭,৫৫৩ ৬.১৩
ভোটার উপস্থিতি ১,২৩,২৬১ ৭৭.৯৮
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Patharkandi constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/sonai-election-result-s03a010/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)। 
  6. "Sonai(Assam) Election Results 2016"। elections.in। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  7. "Sonai (Assam) Election Results 2016"। elections.in। ২৮ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬