সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
বিবরণসীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতার জন্য
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৫২
বর্তমানে আধৃতইউয়ান ম্যাকগ্রেগর,
হ্যালস্টন (২০২১)
ওয়েবসাইটemmys.com

সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতাকে এই পুরস্কার প্রদান করা হয়। ২০১৫ সালের ৬৭তম প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনের পূর্বে এটি মিনি ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

লরন্স অলিভিয়ে এই বিভাগে সর্বাধিক চারবার পুরস্কৃত হন। অন্যদিকে হ্যাল হলব্রুক সর্বাধিক সাতবার মনোনয়ন লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী ইউয়ান ম্যাকগ্রেগর হ্যালস্টন মিনি ধারাবাহিকে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।

একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান[সম্পাদনা]

২টি পুরস্কার

একাধিক পুরস্কার জয়ী অভিনেতা[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেতা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]