রফিক আহমদ পামপুরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রফিক আহমদ পামপুরি
মুহতামিম, দারুল উলুম ইলাহিয়া
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৯২
সরকারি মেডিকেল কলেজ, শ্রীনগর
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০১২ – ১৯ ডিসেম্বর ২০১৫
পূর্বসূরীকাজী মাসুদ
উত্তরসূরীকায়সার আহমদ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1956-02-13) ১৩ ফেব্রুয়ারি ১৯৫৬ (বয়স ৬৮)
সাফা কাদাল, শ্রীনগর
ধর্মইসলাম
উল্লেখযোগ্য কাজআইজাজুল কুরআন, রাফাতুল বারী
যেখানের শিক্ষার্থী
  • শ্রী প্রতাপ কলেজ
  • সরকারি মেডিকেল কলেজ, শ্রীনগর
এর প্রতিষ্ঠাতাদারুল উলুম ইলাহিয়া
ঊর্ধ্বতন পদ
যার দ্বারা প্রভাবিত

রফিক আহমদ পামপুরি (জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৫৬) একজন ভারতীয় ইসলামি পণ্ডিত, ডাক্তার, শিক্ষাবিদ ও লেখক। তিনি শ্রীনগরের অন্যতম প্রধান মাদ্রাসা দারুল উলুম ইলাহিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক। তাকে জম্মু ও কাশ্মীরের স্নায়ুবিজ্ঞানের শীর্ষ অনুশীলনকারী হিসেবে দেখা হয়।

তিনি আশরাফ আলী থানভীর খলিফা মুহাম্মদ মাসিহুল্লাহ খানের শিষ্য। তিনি সরকারি মেডিকেল কলেজ, শ্রীনগরের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সৌরার ডায়ালাইসিস সেন্টারের পরিচালক। তিনি সহীহ বুখারীর পাঁচ খণ্ডের ভাষ্য রাফাতুল বারীআইজাজুল কুরআন রচনা করেছেন।

জীবনী[সম্পাদনা]

রফিক আহমদ পামপুরি ১৯৫৬ সালের ১৩ ফেব্রুয়ারি শ্রীনগরের সাফা কাদালে জন্মগ্রহণ করেন। তিনি কারান নগরের জাতীয় স্কুলে প্রাথমিক এবং ১৯৭৪ সালে শ্রী প্রতাপ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।[১] তিনি ১৯৭৯ সালে সরকারি মেডিকেল কলেজ, শ্রীনগর থেকে এমবিবিএস এবং ১৯৮৩ সালে মাস্টার্স সমাপ্ত করেন।[২] তিনি অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, দিল্লি থেকে নিউরোটোলজিতে ফেলোশিপ করেন।[১] সুফিবাদে তিনি মুহাম্মদ মাসিহুল্লাহ খান থেকে উপকৃত হন।[৩]

১৯৮৩ সালে তিনি শ্রীনগর সরকারি মেডিকেল কলেজের রেজিস্ট্রার নিযুক্ত হন।[১] ১৯৯০ সালে তিনি কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক নিযুক্ত হন এবং পরে এর প্রধান অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।[১] ২০১২ সালের ১ অক্টোবর তিনি কলেজটির অধ্যক্ষ নিযুক্ত হন।[৪][৫] তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার জন্য ২০১৫ সালের ডিসেম্বরে একটি প্রতিবাদী ছুটিতে যান, যদিও অধ্যক্ষ হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি। তিনি উল্লেখ করেন, তিনি প্রতিষ্ঠানগুলোর (জিএমসি এবং সংশ্লিষ্ট হাসপাতাল) অবনতি দেখতে পারেন না।[১][৬] বলা হয়েছিল, তিনি বিজেপির রাজনীতিবিদ লাল সিং চৌধুরীর জন্য অকাল অবসরের আবেদন করতে বাধ্য হন।[৭]

মুহাম্মদ সাইদের অনুরোধে তিনি অবসরের আবেদন প্রত্যাহার করেন।[৭] এদিকে, লাল সিং ২০১৫ সালের ১৯ ডিসেম্বর কায়সার আহমেদকে অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন, যিনি পদ ছাড়তে অস্বীকার করেন।[৮][৯] ওমর আবদুল্লাহ এটিকে ‘পিডিপি বনাম বিজেপির ইগোর লড়াই’ হিসেবে বর্ণনা করেন।[৮] কাশ্মীর অবজারভারের মতে, সরকার ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে কায়সারকে অধ্যক্ষ হিসেবে ঘোষণা করে বিতর্ক বন্ধ করে।[১০]

রফিক আহমেদকে জম্মু ও কাশ্মীরের স্নায়ুবিজ্ঞানের শীর্ষ অনুশীলনকারী হিসেবে দেখা হয়।[৫] মুহাম্মদ মাসিহুল্লাহ খান দ্বারা প্রভাবিত হয়ে তিনি খানের নির্দেশে শ্রীনগরে ১৯৯২ সালে দারুল উলুম ইলাহিয়া প্রতিষ্ঠা করেন।[৩] বড়গাম, গণ্ডেরবাল ও কুলগামে দারুল উলুম ইলাহিয়ার অনেক শাখা আছে।[৩] ইলাহিয়ায় দারুল উলুম দেওবন্দের দারসে নিজামি এবং রাজ্য বোর্ডের ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান করা হয়।[৩] এটি একটি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা করে যেখানে প্রায় তিনশত শিক্ষার্থী অধ্যয়ন করে।[৩]

তিনি সৌরার ডায়ালাইসিস সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক।[১১][১২] এটি স্বেচ্ছাসেবী মেডিকেল ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যার চেয়ারম্যান তিনি।[১২][১৩] প্রতিষ্ঠার পর থেকে তিনি দারুল উলুম ইলাহিয়ার মুহতামিম।[৩]

প্রকাশনা[সম্পাদনা]

তিনি আইজাজুল কুরআন, কুরআন বোঝার যন্ত্র, রাফাতুল বারী এবং দ্য নিড ফর ডিভাইন গাইডেন্সের মতো ধর্মীয় বই লিখেছেন।[২] তার অন্যান্য একাডেমিক প্রকাশনার মধ্যে রয়েছে:

  • ক্রনিক সাপিউরেটিভ ওটিটিস মিডিয়া
  • মুখের স্নায়ুর প্রাথমিক টিউমার: রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা
  • ট্রান্সসার্ভিকাল ফরেন বডি

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

উদ্ধৃতি[সম্পাদনা]

  1. মনজুরুল হাসান (১৪ মার্চ ২০১৫)। "জিএমসির নতুন অধ্যক্ষ ড. রফিক পামপুরি"গ্রেটার কাশ্মীর। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  2. খান ও আনসার ২০১৮, পৃ. ৭৮।
  3. নিসার আহমেদ ভাট ত্রলি; ইউসুফ আল আজম (নভেম্বর ২০১৫)। আয়নায়ে মাদারিস জম্মু ওয়া কাশ্মীর (উর্দু ভাষায়)। আফাক প্রিন্টার্স। পৃষ্ঠা ৪২৮–৪৩২। 
  4. "জে এবং কেতে প্রশাসনে বদলি এবং পোস্টিং"স্কোপ নিউজ। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  5. শেখ জুনায়েদ (১৯ ডিসেম্বর ২০১৫)। "স্বাস্থ্যমন্ত্রী কাশ্মীর মেডিকেল কলেজের অধ্যক্ষকে পদত্যাগ করতে চাপ দেন"কাশ্মীর ডিস্পেচ। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  6. "হাইকোর্ট সি/এস স্বাস্থ্যকে নোটিশ দিয়েছে"দৈনিক এক্সেলসিয়র। ৫ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  7. বিবেক শর্মা (২২ ডিসেম্বর ২০১৫)। "মুখ্যমন্ত্রীর অনুরোধে ড. পামপুরি অবসরের আবেদন প্রত্যাহার করেন"স্টেট টাইমস। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  8. "পিডিপি-বিজেপি জোট শাসনকে উপহাস করছে: ওমর আবদুল্লাহ"ইন্ডিয়া টাইমস। ২৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  9. "ডা. জাভেদ চৌধুরী বনাম স্টেট অব জে অ্যান্ড কে এবং অন্যান্য"ইন্ডিয়ান কানুন। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  10. "জিএমসি প্রিন্সিপাল নিয়ে ওমর সরকারকে কটাক্ষ করেন"কাশ্মীর অবজারভার। ২৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 
  11. জেহরু নিসা (১৯ জুন ২০১৬)। "দরিদ্র কিডনি রোগীদের জন্য আশার আলো"গ্রেটার কাশ্মীর 
  12. "ইলাহিয়া ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে"গ্রেটার কাশ্মীর। ১৪ মার্চ ২০১৫। 
  13. "স্বেচ্ছাসেবী চিকিৎসা ট্রাস্ট"অফিসিয়াল ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • খান, মুহাম্মদ তৈয়ব; আনসার, আসমা (২০১৮)। "রফিক আহমদ পামপুরির গবেষণা"। আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: ৭৭–৯২। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]