ডাফনা হ্যাকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাফনা হ্যাকার
জন্ম (1969-04-16) ১৬ এপ্রিল ১৯৬৯ (বয়স ৫৪)
দাম্পত্য সঙ্গীএলন
সন্তান
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
শিক্ষাএলএল.বি, ১৯৯৪, হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম
এলএল.এম,১৯৯৬, ওয়াশিংটন কলেজ অফ ল
পিএইচডি,২০০৪, তেল আবিব বিশ্ববিদ্যালয়
অভিসন্দর্ভ'মাতৃত্ব', 'পিতৃত্ব', এবং আইন: ক্ষেত্রের একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ যা হেফাজত এবং পরিদর্শন ব্যবস্থাকে আকার দেয় (২০০৪) (২০০৪)
উচ্চশিক্ষায়তনিক কর্ম
উপ-বিষয়পারিবারিক আইন, নারীবাদী আইনশাস্ত্র
প্রতিষ্ঠানতেল আবিব বিশ্ববিদ্যালয়

ডাফনা হ্যাকার (হিব্রু ভাষায়: דפנה הקר‎; জন্ম ১৬ এপ্রিল ১৯৬৯) তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও নারী ও লিঙ্গ অধ্যয়ন প্রোগ্রামের একজন অধ্যাপক। তার লেখা লিগ্যালাইজড ফ্যামিলিজ ইন দ্য এরা অফ বর্ডারড গ্লোবালাইজেশন বইটি প্রকাশের পর হ্যাকারকে ২০১৮ এলএসএ জ্যাকব বুক পুরস্কার প্রদান করা হয়।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

রেনে ক্যাসিন অ্যালায়েন্স হাই স্কুলে পড়ার পর এবং আইডিএফ-এ কাজ করার পর ডাফনা হ্যাকার ১৯৯৪ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি অর্জন করেন।[১] এরপর তিনি উত্তর আমেরিকায় চলে যান যেখানে তিনি ১৯৯৬ সালে ওয়াশিংটন কলেজ অফ ল-তে এলএল.এম স্নাতক হন (সাম কম লাউড)।[২]

ক্যারিয়ার[সম্পাদনা]

১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত হ্যাকার জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে মাইকেল অ্যাটলানের গবেষণা সহকারী ছিলেন। সেখান থেকে তিনি ভেইসগ্লাস-আলমাগোর ল ফার্মে আইন কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং পরে তাকে ইসরায়েল বার এসোসিয়েশনে ভর্তি করা হয়। ২০০০ সালের মধ্যে হ্যাকার তেল আবিব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। মূলত তিনি ছিলেন সমাজবিজ্ঞান ও নৃতত্ত্ব বিভাগের একজন শিক্ষক। তিনি ২০০৫ সালের মধ্যে আইন অনুষদ এবং নারী ও লিঙ্গ অধ্যয়ন প্রোগ্রামের সহকারী অধ্যাপক পদে উন্নীত হন।[৩] ২০০৭ সালে তিনি ইসরায়েলি আইন অনুমোদনের জন্য আইন প্রণয়নের পক্ষে ওকালতি শুরু করেন যা অবিবাহিত বা বিবাহিত মহিলাদের সাথে ভিন্ন আচরণ করে। তিনি বর্ণনা করেছেন যে তিনি তার ওকালতির জন্য পুরুষ অধিকার সংস্থার কাছ থেকে শারীরিক হুমকি পেয়েছেন, যার মধ্যে রয়েছে তার টায়ার কেটে ফেলা, ফোন কলে হুমকি এবং তার নিয়োগকর্তাকে এই বিষয়ে ফোন কল করা।

নিউ ইসরায়েল ফান্ড থেকে অনুদান পাওয়ার পর হ্যাকার ইসরায়েলি মহিলা নেটওয়ার্কে (আইডব্লিউএন) যোগ দেয় এবং ইটাচ-মাকি উইমেন লয়ার্স ফর সোশ্যাল জাস্টিস অর্গানাইজেশনের বোর্ড সদস্য হিসেবে এক দশক কাজ করে।[৪] ২০১০ সালে তিনি ইসরায়েলি বিজ্ঞান একাডেমির মানবিক ও সামাজিক বিজ্ঞান ফোরামে ইয়ং স্কলারদের মনোনয়ন লাভ করেন।[৫]

২০১১ সালে হ্যাকার ডিভোর্সের বিষয়ে পিতামাতার দায়িত্ব সংক্রান্ত সরকারি কমিটি থেকে পদত্যাগ করেন। [৬] পরের বছর, তিনি মোদন পাবলিশিং হাউস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি দৃষ্টিকোণ থেকে পারিবারিক সমস্যা বইটি প্রকাশ করেন। [৭] ২০১৩ সালে তিনি স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে লিঙ্গ বিচারের অগ্রগতির জন্য কাতান পুরস্কার লাভ করেন। [৩] ইসরায়েলে নারীদের উপর তার কাজের জন্য, তিনি ইয়োসি ক্লেইনের নামে নামকরণ করা "স্মল সিগন্যাল পুরস্কার" এর উদ্বোধনী বিজয়ী ছিলেন, যাকে অলাভজনক মহিলা স্পিরিট অ্যাসোসিয়েশন লিঙ্গ ন্যায়বিচারের জন্য স্বেচ্ছাসেবক মহিলাদের দেয়।[৮]

২০১৪ থেকে শুরু করে, তিনি তেল-আবিব বিশ্ববিদ্যালয়ের আইন পর্যালোচনার প্রধান সম্পাদক হন। [৩]

২০১৮ সালে তিনি তেল আবিব বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ কর্মসূচির প্রধান নিযুক্ত হন। [৯] পাশাপাশি, তার বই 'লিগ্যালাইজড ফ্যামিলিজ ইন দ্য এরা অফ বর্ডারড গ্লোবালাইজেশন',[১০] কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস দ্বারা প্রকাশিত হয়। ২০১৮ সালের এলএসএ হার্বার্ট জ্যাকব বই পুরস্কার লাভ করে। [১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

 

  1. "פרופ' דפנה הקר דרור"law.tau.ac.il। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯ 
  2. "AUWCL Alumna Daphna Hacker Wins the 2018 Law and Society Association Award"wcl.american.edu। ৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৯ 
  3. "Daphna Hacker CV" (পিডিএফ)/en-law.tau.ac.il। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "Our Board"iwn.org.il। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "The Dafna Fund Team"dafnafund.anova-host.com। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. Cohen, Gill (১৩ সেপ্টেম্বর ২০১১)। "Expert Committee Clashes Over Child Custody Laws"। Haaretz। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯ 
  7. Lee, Vered (২৮ জুন ২০১২)। "Standing Up for Sane Balances and Parents' Rights"। Haaretz। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯ 
  8. ""אות קטן" על שם פרופ' יוסי קטן לד"ר דפנה הקר"tau.ac.il (Hebrew ভাষায়)। ২০১৩। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯ 
  9. "פרופ' דפנה הקר: מגדירה מחדש"mynetnetanya.co.il (Hebrew ভাষায়)। ৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. Hacker, Daphna (২০১৭)। Legalized Families in the Era of Bordered Globalizationআইএসবিএন 9781316535004ডিওআই:10.1017/9781316535004 
  11. "Prof. Daphna Hacker is the recipient of the Herbert Jacob Book Prize!"/en-law.tau.ac.il। ১৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৯