২০২১–২২ উগান্ডা ত্রিদেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ উগান্ডা ত্রিদেশীয় সিরিজ
তারিখ১০ সেপ্টেম্বর ২০২১ – ১৭ সেপ্টেম্বর ২০২১
স্থানউগান্ডা
ফলাফল উগান্ডা টুর্নামেন্টে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড়নাইজেরিয়া ওলুওয়াসেসান আদেদেজি
দলসমূহ
 উগান্ডা  কেনিয়া  নাইজেরিয়া
অধিনায়কবৃন্দ
ব্রায়ান মাসাবা শেম ন্‌গোচে জশুয়া আয়াননাইকে
সর্বাধিক রান
সউদ ইসলাম (২২০) ইরফান করিম (১৬০) ওলুওয়াসেসান আদেদেজি (১৯০)
সর্বাধিক উইকেট
হেনরি সেনিয়োন্দো (১০) শেম ন্‌গোচে (৯) প্রসপার উসেনি (৮)

২০২১–২২ উগান্ডা ত্রিদেশীয় সিরিজ, যা পার্ল অব আফ্রিকা টি২০আই সিরিজ নামেও পরিচিত, ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে উগান্ডায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টটিতে স্বাগতিক উগান্ডার সঙ্গে অংশগ্রহণ করে কেনিয়ানাইজেরিয়া[২] প্রাথমিকভাবে টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ থাকার কথা ছিল, যেখানে প্রতিটি দল প্রতিটি দলের সঙ্গে চারটি করে ম্যাচ খেলত ও সেরা দুই দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হত।[৩] পরবর্তীতে এক রাউন্ড ম্যাচ কমিয়ে আনা হয় ও মোট ম্যাচের সংখ্যা ১০ করা হয়। ২০২১ সালের অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের জন্য দল তিনটির প্রস্তুতি হিসেবে টুর্নামেন্টটি গণ্য হয়।[৪]

মূল টুর্নামেন্টটির আগে উগান্ডা ও কেনিয়া ২০২১ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের প্রস্তুতি হিসেবে তিনটি ৫০ ওভারের ম্যাচের একটি সিরিজ খেলে।[৫][৬] সিরিজটিতে উগান্ডা ২–১ ব্যবধানে জয়ী হয়।[৭][৮][৯]

টুর্নামেন্টের ফাইনালে উগান্ডা কেনিয়াকে ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।[১০][১১]

দলীয় সদস্য[সম্পাদনা]

 উগান্ডা[২]  কেনিয়া[১২]  নাইজেরিয়া[১৩]
  • ব্রায়ান মাসাবা (অধি.)
  • আর্নল্ড ওতোয়ানি (উই.)
  • কসমাস কিয়েউতা
  • কেনেথ ওয়াইসোয়া
  • চার্লস ওয়াইসোয়া
  • জেরাল্ড মুবিরু
  • জোনাথান কিজ্জা
  • জোনাথান সেবানজা
  • দিনেশ মগন নাকরানি
  • দেউসদেদিত মুহুমুজা
  • পঞ্চল হর্ষ
  • ফ্রেড আচেলাম (উই.)
  • ফ্র্যাংক আকানকোয়াসা
  • বিলাল হাসান
  • রিচার্ড আগামিরে
  • রিয়াজত আলি শাহ
  • রৌনক প্যাটেল
  • শাহজাদ উকানি
  • সউদ ইসলাম
  • সাইমন সেসাজি (উই.)
  • হেনরি সেনিয়োন্দো
  • জশুয়া আয়াননাইকে (অধি.) (উই.)
  • আইজ্যাক ওকপে
  • আব্দুররহমান জিমোহ
  • ওদিওন ইসেসেলে
  • ওলায়িনকা ওলালেয়ে (উই.)
  • ওলুওয়াসেসান আদেদেজি
  • চিমেজিয়ে ওন্‌উজুলিকে
  • ড্যানিয়েল আজেকুন
  • পিটার আহো
  • প্রসপার উসেনি
  • ভিনসেন্ট আদেওইয়ে
  • মুস্তফা ইউসুফ
  • মোহাম্মদ তাইও
  • রশিদ আবোলারিন
  • সিলভেস্টার ওকপে
  • সোলায়মান রুনসেওয়ে (উই.)
  • স্যামুয়েল ম্বা

২০২১ সালের ১২ সেপ্টেম্বর চোটের কারণে ব্রায়ান মাসাবা টুর্নামেন্ট থেকে ছিটকে যান, যার পর দেউসদেদিত মুহুমুজাকে উগান্ডার অবশিষ্ট ম্যাচগুলোতে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।।[১৪]

রাউন্ড-রবিন[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 উগান্ডা +১.১৯৮
 কেনিয়া +১.৪১২
 নাইজেরিয়া −২.২৫০

     ফাইনালে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
ফলাফল হয়নি
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: এরিক ওয়ান্দেরা (উগান্ডা) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
  • বিলাল হাসান (উগান্ডা), গুরদীপ সিং ভগত, জাহিদ আব্বাস ও পিটার লাংগাত (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১০ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
কেনিয়া 
১৫১/৯ (২০ ওভার)
 উগান্ডা
১২৯ (১৯ ওভার)
ইরফান করিম ৬৭ (৫৪)
দিনেশ মগন নাকরানি ২/২০ (৪ ওভার)
সউদ ইসলাম ৬১ (৪৯)
নেহেমিয়া ওধিয়াম্বো ৩/২২ (৪ ওভার)
কেনিয়া ২২ রানে জয়ী
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: এরিক ওয়ান্দেরা (উগান্ডা) ও বেকার এলোংগে (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইরফান করিম (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১০৭/৮ (২০ ওভার)
 কেনিয়া
১০৮/২ (১১.৫ ওভার)
পিটার আহো ২৬* (২১)
শেম ন্‌গোচে ২/৯ (৪ ওভার)
গুরদীপ সিং ভগত ৪৪ (৩৪)
পিটার আহো ১/১৫ (০.৫ ওভার)
কেনিয়া ৮ উইকেটে জয়ী
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুরদীপ সিং ভগত (কেনিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডমিনিক ওয়েসোংগা, ব্রজ প্যাটেল (কেনিয়া), ওদিওন ইসেসেলে, পিটার আহো, প্রসপার উসেনি ও মুস্তফা ইউসুফ (নাইজেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১১ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
উগান্ডা 
১৫২/৪ (২০ ওভার)
 নাইজেরিয়া
৯৬/৬ (২০ ওভার)
রিয়াজত আলি শাহ ৪০ (২৩)
ভিনসেন্ট আদেওইয়ে ১/১২ (২ ওভার)
ওলুওয়াসেসান আদেদেজি ২৪ (৩৯)
ফ্র‌্যাংক আকানকোয়াসা ৩/১১ (৪ ওভার)
উগান্ডা ৫৬ রানে জয়ী
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: এরিক ওয়ান্দেরা (উগান্ডা) ও বেকার এলোংগে (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ মগন নাকরানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১২৩/৮ (২০ ওভার)
 উগান্ডা
১২৪/২ (১৭ ওভার)
সাইমন সেসাজি ৬২ (৫৩)
প্রসপার উসেনি ১/১৩ (৩ ওভার)
উগান্ডা ৮ উইকেটে জয়ী
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: বেকার এলোংগে (উগান্ডা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাইমন সেসাজি (উগান্ডা)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সাইমন সেসাজি (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

১৩ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
কেনিয়া 
১৬২/৫ (২০ ওভার)
 নাইজেরিয়া
১০১/৭ (২০ ওভার)
ইরফান করিম ৬০ (৪৬)
প্রসপার উসেনি ২/১৭ (৩ ওভার)
ড্যানিয়েল আজেকুন ২২ (৩৮)
ব্রজ প্যাটেল ২/১১ (৪ ওভার)
কেনিয়া ৬১ রানে জয়ী
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: এরিক ওয়ান্দেরা (উগান্ডা) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইরফান করিম (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওলায়িনকা ওলালেয়ে (নাইজেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৫ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
কেনিয়া 
১২৩ (২০ ওভার)
 উগান্ডা
১২৬/৬ (১৯.২ ওভার)
অ্যালেক্স ওবান্দা ৩১ (২৩)
বিলাল হাসান ৪/১৭ (৪ ওভার)
সাইমন সেসাজি ৬৩ (৫৫)
শেম ন্‌গোচে ২/১৩ (৪ ওভার)
উগান্ডা ৪ উইকেটে জয়ী
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা) ও বেকার এলোংগে (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাইমন সেসাজি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৫ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
উগান্ডা 
১৭২/৬ (২০ ওভার)
 নাইজেরিয়া
১১৭/৭ (২০ ওভার)
সউদ ইসলাম ৭৫ (৬১)
রশিদ আবোলারিন ২/২৬ (৪ ওভার)
ওলুওয়াসেসান আদেদেজি ৬৮ (৫৮)
হেনরি সেনিয়োন্দো ৪/১৪ (৪ ওভার)
উগান্ডা ৫৫ রানে জয়ী
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: এরিক ওয়ান্দেরা (উগান্ডা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওলুওয়াসেসান আদেদেজি (নাইজেরিয়া)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জেরাল্ড মুবিরু (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

১৬ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১৩৩/৫ (১৮ ওভার)
 কেনিয়া
১০৭/৫ (১৫ ওভার)
ওলুওয়াসেসান আদেদেজি ৫৫ (৪৭)
এলাইজা ওতিয়েনো ২/২৩ (৪ ওভার)
নাইজেরিয়া ৪ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: এরিক ওয়ান্দেরা (উগান্ডা) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওলুওয়াসেসান আদেদেজি (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ১৮ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

ফাইনাল[সম্পাদনা]

১৭ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
উগান্ডা 
১২০/৯ (২০ ওভার)
 কেনিয়া
১১৪/৮ (২০ ওভার)
রৌনক প্যাটেল ২৭ (২২)
এলাইজা ওতিয়েনো ৩/১৮ (৪ ওভার)
গুরদীপ সিং ভগত ৪৪ (৪৩)
ফ্র্যাংক আকানকোয়াসা ২/১১ (৪ ওভার)
উগান্ডা ৬ রানে জয়ী
এনতেব্বে ক্রিকেট ওভাল, এনতেব্বে
আম্পায়ার: এরিক ওয়ান্দেরা (উগান্ডা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্র্যাংক আকানকোয়াসা (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলাইজা ওতিয়েনো প্রথম কেনীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kenya selects interim squad ahead of Uganda tie"ক্রিকেট কেনিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১ 
  2. "Roger Mukasa, Frank Nsubuga left out as Charles Waiswa returns for Kenya and Nigeria series"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১ 
  3. "Uganda to host Kenya and Nigeria for One-Day and T20I tri-series in September 2021"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১ 
  4. "Cricket Cranes, Baby Cricket Cranes in camp ahead of September events"স্পোর্টস ওশেন ‍উগান্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২১ 
  5. "20 Senior men & 20 U-19 boys selected for Derby Trophy, Tri-Series & Kaduna visit"উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  6. "Derby Trophy wets appetite of Uganda, Kenya"উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ 
  7. "False start for Uganda as they fall by 78 runs in 1st ODI"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  8. "Uganda levels Series with nine-wicket win over Kenya"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২১ 
  9. "Uganda subdue Kenya to win Derby Trophy Series"ক্রিকেট কেনিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১ 
  10. "Cricket Cranes hold nerve to win Pearl of Africa T20 Series"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 
  11. "Uganda Cranes edge Kenya to lift Pearl of Africa T20 cricket trophy"দ্য স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১ 
  12. "Kenya names men's squad for Uganda/Nigeria series"ক্রিকেট কেনিয়া (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ 
  13. "Nigeria Senior Men's team set to feature in tri-series in Uganda"নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ 
  14. "Muhumuza New Skipper For Pearl Of Africa T20 Tri Series"উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]