২০২১–২২ পাপুয়া নিউ গিনি ক্রিকেট দলের ওমান সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাপুয়া নিউ গিনি পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নেপালমার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুটি করে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচ খেলার জন্য ওমান সফর করে।[১][২] ম্যাচগুলো তিনটি দলের জন্যই ২০১৯-২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর সিরিজের প্রস্তুতি হিসেবে গণ্য হয় যা পরবর্তীতে ওমানেই অনুষ্ঠিত হয়।[৩][৪]

দুই সিরিজ মিলিয়ে চারটি ম্যাচের প্রতিটিতে পাপুয়া নিউ গিনি পরাজিত হয়।[৫]

মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পাপুয়া নিউ গিনি[সম্পাদনা]

২০২১–২২ ওমানে মার্কিন যুক্তরাষ্ট্র পুরুষ ক্রিকেট দল বনাম পাপুয়া নিউ গিনি
 
  মার্কিন যুক্তরাষ্ট্র পাপুয়া নিউ গিনি
তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ – ৯ সেপ্টেম্বর ২০২১
অধিনায়ক সৌরভ নেত্রাবলকর আসাদুল্লাহ ভালা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে মার্কিন যুক্তরাষ্ট্র ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জাসকরন মালহোত্রা (১৭৬) আসাদুল্লাহ ভালা (৬১)
সর্বাধিক উইকেট নিসর্গ প্যাটেল (৫) ডেমিয়েন রাভু (৩)

দলীয় সদস্য[সম্পাদনা]

 মার্কিন যুক্তরাষ্ট্র[৬]  পাপুয়া নিউগিনি[৭]
  • সৌরভ নেত্রাবলকর (অধি.)
  • অ্যারন জোনস (সহ-অধি.)
  • অভিষেক পরাডকর
  • এলমোর হাচিনসন
  • করিমা গোরে
  • গজানন্দ সিং
  • জসদীপ সিং
  • জাসকরন মালহোত্রা (উই.)
  • ডমিনিক রিখি
  • নোস্তুশ কেনজিগে
  • নিসর্গ প্যাটেল
  • মোনংক প্যাটেল (উই.)
  • সুশান্ত মোদানি
  • স্টিভেন টেলর (উই.)

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৬ সেপ্টেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৫৮ (৪৪.২ ওভার)
 মার্কিন যুক্তরাষ্ট্র
১৫৯/৩ (২৮.২ ওভার)
আসাদুল্লাহ ভালা ৬১ (৭৪)
নিসর্গ প্যাটেল ৪/৩০ (১০ ওভার)
স্টিভেন টেলর ৮২ (৫৫)
ডেমিয়েন রাভু ১/২৮ (৫ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৭ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ২), আল আমিরাত
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিভেন টেলর (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গজানন্দ সিং ও সুশান্ত মোদানি (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
 পাপুয়া নিউগিনি
১৩৭ (৩৭.১ ওভার)
জাসকরন মালহোত্রা ১৭৩* (১২৪)
চাদ সোপার ২/৪১ (১০ ওভার)
নরম্যান ভানুয়া ৩০ (২৬)
অভিষেক পরাডকর ৪/২৬ (৯ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ১৩৪ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: জাসকরন মালহোত্রা (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অভিষেক পরাডকর (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।
  • জাসকরন মালহোত্রা প্রথম মার্কিন ক্রিকেটার হিসেবে পুরুষ ওডিআই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[৮]

নেপাল বনাম পাপুয়া নিউ গিনি[সম্পাদনা]

২০২১–২২ ওমানে নেপাল পুুরুষ ক্রিকেট দল বনাম পাপুয়া নিউ গিনি
 
  নেপাল পাপুয়া নিউ গিনি
তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১ – ১০ সেপ্টেম্বর ২০২১
অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্ল আসাদুল্লাহ ভালা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে নেপাল ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রোহিত কুমার পৌডেল (১২৭) চার্লস আমিনি (৩৯)
সর্বাধিক উইকেট সন্দীপ লামিছানে (১০) চাদ সোপার (৫)

দলীয় সদস্য[সম্পাদনা]

   নেপাল[৯]  পাপুয়া নিউগিনি[৭]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৭ সেপ্টেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি 
১৩৪ (৩৩ ওভার)
   নেপাল
১৩৫/৮ (৩৯.৩ ওভার)
লেগা সিয়াকা ৩০ (৩৮)
সন্দীপ লামিছানে ৪/৩৫ (১০ ওভার)
রোহিত কুমার পৌডেল ৪১ (৬৫)
গাউদি তোকা ৩/১৮ (৪.৩ ওভার)
নেপাল ২ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ২), আল আমিরাত
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সন্দীপ লামিছানে (নেপাল)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আসিফ শেখ, কুশল ভুর্তেল ও বিক্রম সোব (নেপাল)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেপাল   
২৩৩ (৪৯.২ ওভার)
 পাপুয়া নিউগিনি
৮২ (১৯.১ ওভার)
রোহিত কুমার পৌডেল ৮৬ (১২৩)
চাদ সোপার ৩/৪৫ (৯ ওভার)
টনি উরা ১৯ (৩৫)
সন্দীপ লামিছানে ৬/১১ (৫.১ ওভার)
নেপাল ১৫১ রানে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও রাহুল আশের (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সন্দীপ লামিছানে (নেপাল)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কাবুয়া ভাগি মোরেয়া (পাপুয়া নিউ গিনি)-এর ওডিআই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nepali national cricket team to play two ODIs with PNG"স্ক্রিলিং (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  2. "Nepal to play ODI series against Papua New Guinea"রেপুবলিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  3. "Oman confirms hosting Mumbai to prepare for WCL League Two, T20 Cricket World Cup"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  4. "Nepal to play ODI series against Papua New Guinea"নেপাল লাইভ টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  5. "Assad Vala to captain Papua New Guinea at maiden ICC global tournament"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Former Guyana batter Gajanand Singh earns USA call-up as part of revamped squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  7. "Barras announce squad"পোস্ট কুরিয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  8. "USA's Jaskaran Malhotra becomes fourth player to hit six sixes in an international over"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  9. "Nepal announces squad for the CWCL2 series"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]