শফি উসমানির গ্রন্থপঞ্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"মুহাম্মদ শফি উসমানির গ্রন্থপঞ্জি" নামের এই তালিকায় পাকিস্তানের মুফতিয়ে আজম খ্যাত বিংশ শতাব্দীর দেওবন্দি ইসলামি পণ্ডিত মুহাম্মদ শফি উসমানির রচিত গ্রন্থসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। তার রচনাবলির অধিকাংশই উর্দু ভাষায়। কয়েকটি আরবি ভাষায়ও রয়েছে। রচনার মােট সংখ্যা ১৬২। শুধু ফিকহ সংক্রান্ত তার রচনাই হল ৯৫।

মাআরিফুল কুরআনের প্রচ্ছদ

তাফসির[সম্পাদনা]

হাদিস[সম্পাদনা]

  • তাকরীরে তিরমিযী [খ]
  • আল ইযদিয়াদুস সানী আলাল ইয়ানেইল জানী (আরবি) (অনু. দেওবন্দি আলেমদের হাদিসের সনদ)
  • মুখতাসার চেহেল হাদিস (অনু. সংক্ষিপ্ত ৪০ হাদিস)
  • ইসলামি অর্থনীতি সংক্রান্ত ৪০ হাদিস
  • চরখার ফজিলত সংক্রান্ত হাদিসের সমষ্টি

ফিকহ[সম্পাদনা]

  • ফতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ (ইমদাদুল মুফতিয়ান)
  • ইসলামকা নেযামে আরাদী (অনু. ইসলামি ভূমি আইন)
  • আলাতে জাদীদা কি শরয়ী আহকাম (অনু. আধুনিক যন্ত্রপাতির শরয়ি বিধিবিধান)
  • মাসআলায়ে সুদ
  • আদাবুল মাসাজিদ
  • রফীকে সফর (অনু. সফর সংক্রান্ত শরয়ি হুকুম আহকাম ও আদব)
  • মসজিদকে হুদুদে কার আওর আদাব (অনু. মসজিদের কার্যসীমা ও আদব)[গ]
  • শবে বরাত
  • আহকামুল কিমার (অনু. জুয়ার বিধিবিধান)
  • তাসবীর কে শরয়ী আহকাম (অনু. ফটোর শরয়ি হুকুম)
  • বীমায়ে জিন্দেগী (অনু. জীবন বীমা)
  • হিলায়ে নাজেযা [ঘ]
  • নিকাহ ও তালাক [ঙ]
  • আযায়ে ইনসানী কি পায়ওয়ান্দকারী
  • প্রভিডেন্ট ফান্ড পর যাকাত আওর সুদ
  • যবতে অলাদত কি শারয়ী হাইসিয়্যাত (অনু. শরিয়তের দৃষ্টিতে জন্মনিয়ন্ত্রণ)
  • আহকামে হজ
  • কুরআন মেঁ নেযামে যাকাত (অনু. কুরআনের যাকাত বিধান)
  • আহকামে দোয়া
  • জাওয়াহিরুল ফিকহ (২ খণ্ড)

কালাম[সম্পাদনা]

  • ঈমান ও কুফর কুরআন কি রৌশনি মে
  • মাকামে সাহাবা
  • সাহাবায়ে কেরাম মেঁ আফযাল কোন হ্যায়
  • খতমে নবুয়ত
  • আত তাসরীহ বিমা তাওয়াতারা ফী নুযুলিল মাসীহ (আরবি)[চ]
  • হাদিয়াতুল মাহদীয়্যীন ফী আয়াতি খাতামিন্যাবীয়্যীন (আরবি)
  • মাসীহে মাওউদ কী পেহচান
  • দাআবিয়ে মির্জা
  • মামালিকে ইসলামিয়া সে কাদিয়ানীউ কি গাদ্দারী (অনু. ইসলামি রাষ্ট্রের সাথে কাদিয়ানীদের প্রতারণা)
  • মাশরিকি আওর ইসলাম
  • সুন্নত ও বিদআত

অর্থনীতি ও রাজনীতি[সম্পাদনা]

  • ইসলাম কা নেযামে তাকসীমে দৌলত (অনু. ইসলামে সস্পন বণ্টন নীতি)
  • ইসলামি নেযাম সেঁ মাআশী ইসলাহাত কিয়া হোগী?
  • দস্তুরে কুরআনী (অনু. কুরআনী সংবিধান)
  • ইসলামি রিয়াসাত মেঁ গাইরে মুসলিমুঁকে হুকুক (অনু. ইসলামি রাষ্ট্রে অমুসলিমদের হক)
  • ভােট আওর ভােটারকি শরয়ী হাইসিয়্যাত
  • সরমায়া দারী সােশালিজাম আরও ইসলাম
  • খুতবায়ে সদারাতে কুল হিন্দ
  • ইফাদাতে আশরাফিয়া দর মাসায়েলে সিয়াসায়্যা
  • জিহাদে পাকিস্তান
  • হালিয়া জঙ্গ মেঁ হামে কিয়া সবক দিয়ে
  • ওয়াহাদাতে উম্মত (অনু. উম্মতের ঐক্য)
  • আ খিলাফুন আম শেকাকুন (আরবি) (অনু. মতভেদ বিরােধিতা)
  • ইসলাম মেঁ মশওয়ারা কি আহাম্মিয়্যাত (অনু. ইসলামে পরামর্শের গুরুত্ব) (অসমাপ্ত)

সীরাত ও ইতিহাস[সম্পাদনা]

  • সীরাতে খাতামুল আম্বিয়া
  • আদাবুন নবী
  • শাহাদাতে কায়েনাত (অনু. সৃষ্টি জগতে রাসুলের নবুয়তের প্রমাণ ও সাক্ষ্য)
  • ফুতুহুল হিন্দ
  • শহীদে কারবালা
  • জুন্নুন মিসরী
  • দো শহীদ
  • দরসে ইবরত

তাসাউফ[সম্পাদনা]

  • গুনাহে বে লজ্জত
  • গুনাহুঁকা কাফফারা
  • বিসমিল্লাহকে ফাযায়েল ও মাসায়েল
  • রূহে তাসাউফ
  • দাফেউল ইফলাস (অনু. দারিদ্রতা বিমােচনকারী)
  • মুসীবতকে বাদ রাহাত (অনু. দুখের পর সুখ)
  • কাইদুশ শয়তান (অনু. মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে বাঁচার উপায়)
  • রুজু ইলাল্লাহ
  • যিকরুল্লাহ এবং দুরূদ ও সালামের ফাযায়েল
  • আদাবুশ শায়খ ওয়াল মুরিদ
  • খােলাসা ও তাসহীলে কাসদুস সাবীল
  • দিল কি দুনিয়া
  • মালফুযাতে ইমাম মালেক
  • মালফুযাতে ইমাম আহমদ বিন হাম্বল
  • পয়গাম্বরে আমন ও সালামত
  • মুকাদ্দিমায়ে হায়াতুল মুসলিমীন

তাবলিগ[সম্পাদনা]

  • আমর বিল মারূফ আওর নাহী আনিল মুনকার[ছ]
  • কুরূনে উলামে মুসলমানুঁ কা নেযামে তালীম
  • তলাবাকে নাম দু আহাম পয়গাম
  • ওসিয়ত নামা

ভাষা ও সাহিত্য[সম্পাদনা]

  • উসুলুল লুগাহ (মুকাদ্দিমাতুল মুনজিদ উর্দু)
  • কাশকুল [জ]
  • নাফাহাত [ঝ]
  • তুহফাতুল ওতন শরহে নফহাতুল ইয়ামান (আরবি)

বিবিধ[সম্পাদনা]

  • ইসলাম মেঁ নেযামে মাসাজিদ
  • মেরে ওয়ালেদে মাজেদ আওর উনকে মুজাররাব আমালিয়্যাত
  • নকুশ ও তাআসসুরাত [ঞ]
  • মাজালিসে হাকিমুল উম্মত
  • হযরত থানভীকে আখের উমরকে মালফুযাত
  • মাকাতিবে হাকিমুল উম্মত
  • দারুল উলুম দেওবন্দ আওর উসকা মেজায় ও মযাক
  • তারীখে কুরবানী (অনু. কুরবানীর ইতিহাস)
  • মুকাদ্দিমায়ে ইমদাদুল ফাতাওয়া
  • মুকাদ্দিমায়ে ফতওয়া দারুল উলুম দেওবন্দ (আযীযুল ফাতাওয়া)

আরও দেখুন[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. সুরায়ে শুআরা থেকে সুরায়ে হুজুরাত পর্যন্ত।
  2. আনোয়ার শাহ কাশ্মীরির দরসে লিপিবদ্ধ করা হয়েছিল।
  3. পরবর্তীতে তা মাআরিফুল কুরআনের অংশ হিসেবে মুদ্রণ করা হয়েছে।
  4. আশরাফ আলী থানভীর সাথে যৌথ রচনা।
  5. পরবর্তীতে তা মাআরিফুল কুরআনের অংশ হিসেবে মুদ্রণ করা হয়েছে।
  6. এটি আনােয়ার শাহ কাশ্মিরীর সাথে যৌথ রচনা।
  7. এ কিতাবটি দারুল উলুম দেওবন্দের ম্যাগাজিন মাসিক আল কাসেমে ধারাবাহিক প্রকাশিত হয়েছে।
  8. উর্দু–ফার্সী গদ্য ও পদ্য।
  9. আরবি গদ্য ও পদ্য।
  10. দেওবন্দ ও থানা ভবনের সফর নামা।

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]