ক্যারোলিনস্কা ইনস্টিটিউট

স্থানাঙ্ক: ৫৯°২০′৫৬″ উত্তর ১৮°০১′৩৬″ পূর্ব / ৫৯.৩৪৮৮৯° উত্তর ১৮.০২৬৬৭° পূর্ব / 59.34889; 18.02667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যারোলিনস্কা ইনস্টিটিউট
Karolinska Institutet
প্রাক্তন নামসমূহ
কংগেল. ক্যারোলিনস্কা মেডিকো চিরুরগিস্কা ইনস্টিটিউট
(১৮১৭–১৯৬৮)
নীতিবাক্যAtt förbättra människors hälsa (সুইডিশ)
বাংলায় নীতিবাক্য
মানুষের স্বাস্থ্যের উন্নতিতে
ধরনসরকারি
স্থাপিত১৮১০; ২১৪ বছর আগে (1810)
বৃত্তিদান৫,৭৬১ মিলিয়ন ইউরো(২০১০)
বাজেটএইকে ৬.৬৭ বিলিয়ন[১]
রেক্টরওলে পেতার ওতারসন
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৪,৮২০ (২০১৬)[১]
শিক্ষার্থী৬,৪৮১ (এফটিই, ২০২০)[১]
২,০৩৯ (২০২০)[১]
অবস্থান, ,
৫৯°২০′৫৬″ উত্তর ১৮°০১′৩৬″ পূর্ব / ৫৯.৩৪৮৮৯° উত্তর ১৮.০২৬৬৭° পূর্ব / 59.34889; 18.02667
শিক্ষাঙ্গনসোলনা (প্রধান) ও ফ্লেমিংসবার্গ
পোশাকের রঙ     কেআই বরই
ওয়েবসাইটwww.ki.se
মানচিত্র

ক্যারোলিনস্কা ইনস্টিটিউট হল সুইডেনের স্টকহোম শহুরে এলাকার মধ্যে সোলনায় অবস্থিত একটি নেতৃত্বাধীন গবেষণা চিকিৎসা বিশ্ববিদ্যালয়ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল পরিষদ শরীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করে। পরিষদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিকিৎসা শাখার পঞ্চাশ জন অধ্যাপক রয়েছেন। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বর্তমান রেক্টর হলেন ওলে পেতার ওতারসন, যিনি আগস্ট ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ১৮১০ সালে স্টকহোমের পশ্চিম দিকে কুংশোলম্যান দ্বীপে প্রতিষ্ঠিত হয়; মূল বিদ্যায়তনটি কয়েক দশক পরে স্টকহোমের বাইরে সোলনায় স্থানান্তরিত হয়েছিল। স্টকহোমের দক্ষিণে হুডিংয়ের ফ্লেমিংসবার্গে সম্প্রতি দ্বিতীয় বিদ্যায়তন প্রতিষ্ঠিত হয়েছে।[২]

ক্যারোলিনস্কা ইনস্টিটিউট হল আপসালা বিশ্ববিদ্যালয় (১৪৭৭ সালে প্রতিষ্ঠিত) লুন্দা বিশ্ববিদ্যালয়ের (১৬৬৬ সালে প্রতিষ্ঠিত) পরে সুইডেনের তৃতীয় প্রাচীনতম চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। এটি সুইডেনের প্রশিক্ষণ ও গবেষণার বৃহত্তম কেন্দ্রসমূহের মধ্যে একটি; প্রতিষ্ঠানটি সুইডেনে পরিচালিত সমস্ত চিকিৎসা প্রশিক্ষণের ৩০% এবং একাডেমিক চিকিৎসা ও জীবন বিজ্ঞান গবেষণার ৪০% এরও বেশি অবদান রাখে।[৩]

সোলনা ও হুডিংয়ে অবস্থিত ক্যারোলিনস্কা বিশ্ববিদ্যালয় হাসপাতালটি বিশ্ববিদ্যালয়ের সাথে একটি গবেষণা ও শিক্ষণ হাসপাতাল হিসাবে সংযুক্ত। তারা একসাথে একটি একাডেমিক স্বাস্থ্য বিজ্ঞান কেন্দ্র গঠন করে। যদিও বেশিরভাগ মেডিকেল প্রোগ্রাম সুইডিশ ভাষায় শেখানো হয়, পিএইচডি প্রকল্পসমূহের বেশিরভাগই ইংরেজি ভাষায় পরিচালিত হয়। প্রতিষ্ঠানের নামটি ক্যারোলিয়ানদের উল্লেখ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Karolinska Institutet in brief" 
  2. http://ki.se/en/about/ki-through-the-centuries retrieved: 8 June 2015
  3. "Research at Karolinska"। ১৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১