আলাপ:অ্যান্ড্রয়েড (অপারেটিং সিস্টেম)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Good article অ্যান্ড্রয়েড (অপারেটিং সিস্টেম) নিবন্ধটি ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়েছিল; কিন্তু সে সময়ে এটি ভালো নিবন্ধের মানদণ্ড সম্পূর্ণরূপে পূরণ করতে পারে নি। নিচে নিবন্ধটির উন্নয়নের ব্যাপারে কিছু পরামর্শ থাকতে পারে। এসব সমস্যা নিরসন হলে নিবন্ধটি পুনঃমনোয়ন করা যেতে পারে। সম্পাদক যদি মনে করেন যে নিবন্ধটি সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তবে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন।
এপ্রিল ২৫, ২০২০ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত নয়

পৃষ্ঠাটি আপডেট করতে হবে। বর্তমান সংস্করণ মার্শম্যালো উল্লেখ করাই হয় নি এখনো। ‌‌‍‍‌‌‌প্রবীর ঘোষ (আলাপ) ০৮:৫৩, ৯ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি পরিভাষার সংখ্যাধিক্য[সম্পাদনা]

বর্তমানে এই নিবন্ধে অসংখ্য ইংরেজি পরিভাষা কোন অনুবাদ ছাড়াই বাংলাতে প্রতিবর্ণীকরণ করে ব্যবহার করা হচ্ছে। এগুলিকে যথাসর্বোচ্চ সম্ভব বাংলায় রূপান্তরিত করতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:১০, ৪ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলার ব্যবহার[সম্পাদনা]

চাইলেও অনেক ক্ষেত্রে ইংরেজি পরিহার করা সম্ভব হয় না। যেমন ওভার দ্য এয়ার আপডেটের বাংলা করলেও তা পাঠকের কাছে দূর্বোধ্য হয়ে উঠবে। Kabirnayeem.99 (আলাপ) ১১:৫১, ৪ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Kabirnayeem.99:না, একজন বাংলাভাষী বক্তার কাছে মাতৃভাষা বাংলা কখনোই বিদেশী ভাষা ইংরেজির চেয়ে দুর্বোধ্য হতে পারে না। এটা অসম্ভব, বাংলার মর্যাদার জন্য অবমাননাকর। আমাদেরকে যথাসর্বোচ্চ সম্ভব সুন্দর, সহজবোধ্য বাংলা পরিভাষা ব্যবহার করতে হবে। ইংরেজি-থেকে-বাংলা অভিধান দেখে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। "ওভার দ্য এয়ার আপডেট" অবশ্যই বাংলা করা সম্ভব। দরকার হলে সেটার যে সুন্দর, সংক্ষিপ্ত, সহজবোধ্য বাংলা পরিভাষা বের হবে, তার বিস্তারিত সংজ্ঞা বাংলা উইকিপিডিয়ার অন্য কোনও নিবন্ধে বা বাংলা উইকিঅভিধানে বাংলাতেই দেওয়া থাকবে। সোজা কথা বাংলা উইকিপিডিয়ার একটা আলাদা জগৎ আছে, যাতে ব্যবহৃত পরিভাষাগুলিকে তার নিজস্ব ব্যবস্থার ভেতরেই সহজেই বাংলার মাধ্যমেই সংজ্ঞায়িত করা হবে, ইংরেজির কাছে হাত পাততে হবে না। বাংলা উইকিপিডিয়ার এই জগৎ ইংরেজি উইকির জগতের কোন উপসেট নয়। বাংলা উইকির ইংরেজি উইকির সমানে সমান নিজস্ব ওজন ও সম্মান আছে। ইংরেজি উইকিতে কোনও দিন বাংলা পরিভাষা ব্যবহার করা হয় না। তাই বাংলাতেও ইংরেজি পরিভাষা যথাসর্বোচ্চ পরিহার করে কেবল বাংলাতেই লিখতে হবে। ইংরেজির চেয়ে বাংলা নিচু ভাষা নয়, বাংলা অত্যন্ত সমৃদ্ধ ও শক্তিশালী ভাষা, এশিয়ার নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভাষা, এশিয়ার সাহিত্যের পুনর্জাগরণের প্রধান ভাষা, বিশ্বের ৫ম বা ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। বাংলা উইকিপিডিয়াতে বাংলা ভাষার অবস্থান সর্বোচ্চ, একে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ইংরেজিকে খানিকটা ছাড় দেওয়া যেতে পারে, তবে সেটা বড়জোর ৫-১০%-এর বেশি হতে পারবে না। কিন্তু সবসময়ই মানসিকতা এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে সবকিছু বাংলায় লেখার। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:০৩, ৪ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Kabirnayeem.99:উপরের বক্তব্য আমার সাধারণ একটি মন্তব্য মাত্র। আপনাকে আক্রমণ করে কিছু লেখা হয়নি। আমাকে একটু সময় দিন। আমি আপনাকে হাতে কলমে এই নিবন্ধে আস্তে আস্তে বাংলা পরিভাষাগুলি তৈরি করতে সাহায্য করব। আপাতত আপনি একটু কষ্ট করে এই আলাপ পাতায় এই নিবন্ধে ব্যবহৃত সমস্ত ইংরেজি পরিভাষার একটি তালিকা নিচে তৈরি করুন (আমিও এ কাজে আপনাকে সাহায্য করব)। তারপর সেখানে আমরা সবাই সেখানে বাংলা পরিভাষা প্রস্তাব করব। দরকার হলে উইকিপিডিয়ার কেন্দ্রীয় কম্পিউটিং পরিভাষা তালিকা পাতায় সেগুলিকে যোগ করে নেওয়া হবে, যাতে ভবিষ্যতেও অন্যান্য নিবন্ধে ব্যবহার করা যায়। আশা করি আমাদের সহযোগিতামূলক কাজ থেকে ভাল কিছু বেরিয়ে আসবে। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:১২, ৪ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen: ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি তা। এবং তাই আমিও যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু সবক্ষেত্রে যে সম্ভব নয় আমি তাইই বললাম। এবং তালিকাটা আমি দিচ্ছি।
@Kabirnayeem.99: আমি আগামী কয়েক সপ্তাহ উইকিতে থাকব না। আশা করি ফেরত এসে আপনার সাথে কাজ করতে পারব। ভাল থাকুন। আপনার সম্পাদনা শুভ হোক। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:৪৭, ৫ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]