ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড
ধরনপাবলিক কোম্পানি
ডিএসইDBH
সিএসইDBH
শিল্পরিয়াল স্টেট ফাইন্যান্স
প্রতিষ্ঠাকাল১৯৯৬; ২৮ বছর আগে (1996)
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
নাসিমুল বাতেন (ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা)
পণ্যসমূহঋণ: হোম ঋণ, অ্যাপার্টমেন্ট ঋণ ইত্যাদি
আমানত:বিভিন্ন মেয়াদের আমানত
ওয়েবসাইটডিবিএইচ

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (এছাড়াও ডিবিএইচ নামেও পরিচিত) বাংলাদেশের একটি বেসরকারি বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি লিমিটেড কোম্পানি। এটি ১৯৯৬ সালে আন্তর্জাতিক যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল [১] এবং ১৯৯৭ সাল থেকে কার্যক্রম শুরু করে। ডিবিএইচ রিয়েল এস্টেট খাতে অর্থায়নের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। বিশেষজ্ঞ এবং রিয়েল এস্টেট ফাইন্যান্সের বৃহত্তম প্রতিষ্ঠান। ডিবিএইচ বাংলাদেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান যা ধারাবাহিকভাবে সাত বছর ধরে সর্বোচ্চ 'এএএ' ক্রেডিট রেটিং পেয়ে আসছে।[২]

ইতিহাস[সম্পাদনা]

আন্তর্জাতিক যৌথ উদ্যোগে বাংলাদেশে বেসরকারী খাতে রিয়েল এস্টেট অর্থায়ন প্রসারের জন্য ১৯৯৭ সালে ডিবিএইচ কার্যক্রম শুরু করে। এই উদ্যোগে ৫ জন উদ্যোক্তা ছিলেন যার মধ্যে ৩ জন স্থানীয় এবং ২ জন বিদেশি। স্থানীয় উদ্যোক্তা ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্র্যাক এবং গ্রিন ডেল্টা বীমা সংস্থা লিমিটেড। আন্তর্জাতিক উদ্যোক্তা ছিলেন ভারতের আবাসন উন্নয়ন ফিনান্স কর্পোরেশন বা এইচডিএফসি এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন[৩] [৪]

প্রাথমিকভাবে এটি একটি বেসরকারী লিমিটেড বা সীমাবদ্ধ কোম্পানি হিসাবে গঠিত হয়েছিল এবং সংস্থার শেয়ারহোল্ডিং নিম্নরূপ ছিল:

স্পনসর শেয়ারহোল্ডিংয় (%)
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৫%
ব্র্যাক ২৫%
গ্রীন ডেল্টা বীমা সংস্থা লিমিটেড ২০%
এইচডিএফসি ১৫%
আইএফসি ১৫%

২০০৮ সালে, এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়ে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)-তে যায়। আইপিওর মাধ্যমে এটি ৫০০ মিলিয়ন মূলধন জোগাড় করে। সাধারণ শেয়ার প্রদান করে। ডিবিএইচের বর্তমান শেয়ারহোল্ডিং নিম্নরূপ:

স্পনসর শেয়ারহোল্ডিংয় (%)
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৭.৩৪%
ব্র্যাক ১৮.৩৯%
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ১৫.৩১%
এইচডিএফসি ১২.২২%
আইএফসি ১২.২২%
সাধারন জনগণ ২৪.৫২%[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rahman, S M Mahfuzur (২০১২)। "Delta BRAC Housing Finance Corporation"Banglapedia: National Encyclopedia of Bangladesh (First সংস্করণ)। Asiatic Society of Bangladesh। ১৬ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "AAA Credit Rating for 7 consecutive years"। Beyondbuildingbd.com। ২৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৩ 
  3. "Delta Brac Housing Finance Corporation Ltd. (DBH)"। BankersBD.com। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৩ 
  4. "The home financier"The Daily Star। ৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৬ 
  5. "Corporate Profile"। Delta Brac Housing Finance Corporation Ltd.। ১৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৩