ক্রু ড্রাগন এন্ডেভার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এন্ডেভার
কেপ ক্যানভেরাল ২০২০ সালের এপ্রিল মাসে এন্ডেভার
ধরনতৈরি স্পেস ক্যাপসুল
শ্রেণীড্রাগন ২
যার নামেমহাকাশ শাটলএন্ডেভার
শিল্পোৎপাদনকারীস্পেসএক্স
নির্মাণ সংখ্যাসি২০৬
উড্ডয়ন ইতিহাস
প্রথম উড্ডয়নক্রু ড্রাগন ডেমো-২
৩০শে মে–২ই অগাস্ট ২০২০
উৎক্ষেপণস্থলকেনেডি [[এলসি-৩৯এ]]
সর্বমোট ঘণ্টা১,৫৩৫
আইএসএস সংযুক্তিসমূহ
মর্যাদাআইএসএস-এর সাথে ২০২১ সালের ২৪শে এপ্রিল ০৯:১০ ইউটিএস এর সময় হার্ড ডক করা হয়

ক্রু ড্রাগন এন্ডেভার (ড্রাগন ক্যাপসুল সি২০৬) একটি ক্রু ড্রাগন মহাকাশযান, যা স্পেসএক্স দ্বারা নির্মিত ও পরিচালিত হয় এবং নাসার বাণিজ্যিক ক্রু কর্মসূচি দ্বারা ব্যবহৃত হয়। এটি ক্রু ড্রাগন ডেমো-২ অভিযানের অংশ হিসাবে ২০২০ সালের ৩০শে মে ফ্যালকন ৯ রকেটের শীর্ষে কক্ষপথে উৎক্ষেপিত হয় এবং সাফল্যের সাথে ২০২০ সালের ৩১শে মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) সাথে ডক করে; এটি ড্রাগন ক্যাপসুলের প্রথম ক্রু উড়ান পরীক্ষা ছিল, এই উড়ানটি ডগ হারলিবব বেনকেনকে বহন করে। মহাকাশযানটি মার্কিন যুক্তরাষ্ট্রে এসটিএস-১৩৫-এর পরে ২০১১ সালের জুলাই মাসে প্রথম ক্রু কক্ষীয় মহাকাশ যাত্রা এবং একটি বেসরকারি সংস্থার প্রথম ক্রু কক্ষীয় মহাকাশ যাত্রা ব্যবহৃত হয়। এটি ২০২০ সালের ২ই আগস্ট পৃথিবীতে ফিরে আসে।[১] এই মহাকাশযানের নাম হারলি ও বেনকেন কর্তৃক মহাকাশ শাটল এন্ডেভার উপর ভিত্তি করে রাখেন, তারা যথাক্রমে এসটিএস-১২৭এসটিএস-১২৩ অভিযানের সময় মহাকাশে উড্ডয়ন করেন। এন্ডেভার নামটি অ্যাপোলো ১৫-এর কমান্ড মডিউলের সাথে ভাগ করে নেওয়া হয়।

ইতিহাস[সম্পাদনা]

ক্রু ড্রাগন ডেমো -১ সাফল্যের পরে ক্রু ড্রাগন সি২০১ ব্যবহার করা হয়, মহাকাশযানটি মূলত ক্রু ড্রাগন ইন-ফ্লাইট অ্যাবার্ট টেস্টের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হয়। তবে, ২০১৯ সালের ২০ই এপ্রিল ক্রু ড্রাগন সি২০১ অবতরণ অঞ্চল ১ সুবিধায় স্থির অগ্নি পরীক্ষার সময় একটি বিস্ফোরণে ধ্বংস হয়।[২][৩] ব্যতিক্রম দিনটিতে সুপারড্রাকো অ্যাওর্ট ব্যবস্থার পরীক্ষার সময় বিস্ফোরণটি ঘটার সাথে ক্রু ড্রাগনের ড্রাকো থ্রাস্টারসমূহের প্রাথমিক পরীক্ষাটি সফল হয়।[৪] ক্রু ড্রাগন সি২০৫, তারপরে ডেমো-২ অভিযানের জন্য ব্যবহার করা হয়, পরে ইন-ফ্লাইট অ্যাবার্ট পরীক্ষার জন্যও ব্যবহৃত হয়। ক্রু ড্রাগন সি২০৫ এর পরিবর্তে এন্ডেভারকে ডেমো-২ মিশনে দায়িত্ব দেওয়া হয়েছিল। নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টাইন ২০২০ সালের ১৭ই এপ্রিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রু ড্রাগন অভিযানের উৎক্ষেপণের তারিখ হিসাবে ২০২০ সালের ২৭শে মে'কে ঘোষণা করেন।[৫] স্পেসএক্সের মতে, এন্ডেভার ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বৈদ্যুতিন চৌম্বকীয় হস্তক্ষেপ পরীক্ষা ও অ্যাকোস্টিক পরীক্ষা সম্পন্ন করে।[৬][৭]

উড়ান[সম্পাদনা]

এন্ডেভার ২০২০ সালের ৩০ শে মে ক্রু ড্রাগন ডেমো-২ অভিযানে মহাকাশে যাত্রা করে এবং ২ই আগস্ট পৃথিবীতে ফিরে আসে। মহাকাশযানটি কক্ষপথে ১১৯ দিন ব্যয় করার জন্য নির্বাচিত হয়, কারণ এর সৌর প্যানেলসমূহ ২১০ দিন পর্যন্ত মহাকাশে থাকতে সক্ষম একটি সম্পূর্ণ উত্পাদনক্ষম ক্রু ড্রাগনের কম সামর্থ্য সম্পন্ন।[৮] ডেমো-২ চলাকালে এন্ডেভারে বব বেনকেন দ্বারা ব্যবহৃত আসনটি তাঁর স্ত্রী মেগান কে ম্যাকআর্থার স্পেসএক্স ক্রু-২ অভিযানে ব্যবহার করেন।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Spaceflight Now01 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. @JimBridenstine (২০ এপ্রিল ২০১৯)। "NASA has been notified about the results of the @SpaceX Static Fire Test and the anomaly that occurred during the final test. We will work closely to ensure we safely move forward with our Commercial Crew Program" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  3. Mosher, Dave। "SpaceX confirmed that its Crew Dragon spaceship for NASA was 'destroyed' by a recent test. Here's what we learned about the explosive failure."Business Insider। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ 
  4. Shanklin, Emily (১৫ জুলাই ২০১৯)। "UPDATE: IN-FLIGHT ABORT STATIC FIRE TEST ANOMALY INVESTIGATION"SpaceX। ১৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ 
  5. @JimBridenstine (১৭ এপ্রিল ২০২০)। "BREAKING: On May 27, @NASA will once again launch American astronauts on American rockets from American soil! With our @SpaceX partners, @Astro_Doug and @AstroBehnken will launch to the @Space_Station on the #CrewDragon spacecraft atop a Falcon 9 rocket. Let's #LaunchAmerica 🇺🇸 pic.twitter.com/RINb3mfRWI" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  6. @SpaceX (১১ ফেব্রুয়ারি ২০২০)। "The Crew Dragon spacecraft that will fly @NASA astronauts @AstroBehnken and @Astro_Doug to and from the @Space_Station undergoing electromagnetic interference testin" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. @SpaceX (১৬ ফেব্রুয়ারি ২০২০)। "Crew Dragon completes acoustic testing in Florida" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  8. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; space.com02 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  9. "Megan to reuse Bob's demo-2 seat in crew-2 mission"aljazeera.com। ২০২০-০৪-২০। 

বহিঃসংযোগ[সম্পাদনা]