কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা
২৫০পিএক্স
মাদ্রাসার একাডেমিক ভবন
ধরনএমপিওভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯৫৫; ৬৯ বছর আগে (1955-01-01)
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
অধ্যক্ষতারিকুর রহমান
ঠিকানা
বড় বাজার মাদ্রাসা গলি
, ,
৭০০০
,
২৩°৫৪′২০″ উত্তর ৮৯°০৮′২৩″ পূর্ব / ২৩.৯০৫৬৬৮৫° উত্তর ৮৯.১৩৯৬১৪৪° পূর্ব / 23.9056685; 89.1396144
শিক্ষাঙ্গনশহুরে, ১.৩৪ একর (৫,৪০০ মি)
ভাষাবাংলা, আরবি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র

কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি খ্যাতনামা আলিয়া মাদ্রাসা।[১] এটা কুষ্টিয়া জেলার প্রধান মাদ্রাসা হওয়ায় কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা নামেও পরিচিত। এটি কুষ্টিয়া শহরে অবস্থিত একমাত্র কামিল মাদ্রাসা।[২] ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম প্রধান মাদ্রাসা। বর্তমানে প্রাথমিক পর্যায় ইবতেদায়ী থেকে সর্বোচ্চ পর্যায় কামিল পর্যন্ত সব শ্রেণী এই মাদ্রাসায় রয়েছে।[৩] ফলাফলের দিক থেকে এই মাদ্রাসার সুনাম রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৫৫ সালে কুষ্টিয়া মানুষের ইসলামি ও আধুনিক উচ্চ শিক্ষার সুবিধার জন্য কুষ্টিয়াতে কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা কুষ্টিয়া জেলায় অবস্থিত হওয়ার কারনে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাথে একটি যোগাযোগ রয়েছে।[৪]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। এই মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। এবং ফাজিল ও পর্যায়ে আল কুরআন ও ইসলামি অধ্যয়ন, আল হাদিস ও ইসলামি অধ্যয়ন, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে। এছাড়াও কামিল পর্যায়ে আল কুরআন ও আল হাদিস নিয়ে উচ্চ পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা[সম্পাদনা]

এই মাদ্রাসা আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি মাদ্রাসা। ছাত্রদের খেলার মাঠ, পড়াশোনার জন্য লাইব্রেরী, মেয়েদের অবসর কাটানোর জন্য কমন রুম সহ বিভিন্ন সুবিধা রয়েছে।

খেলার মাঠ[সম্পাদনা]

কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার চারিদিকে দেয়ালের মাঝখানে শিক্ষার্থীদের খেলার জন্য সুবিশাল মাঠ রয়েছে। এখানে অবসর সময়ে ও পাঠদান শেষে মাদ্রাসার ছাত্ররা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে খেলা-ধুলা করে থাকে। এই মাদ্রাসার ছাত্ররা খেলা-ধুলায় অগ্রগণ্য। বেশিরভাগ সময় ছাত্ররা ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলে থাকে।

গ্রন্থাগার[সম্পাদনা]

মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরী রয়েছে। দাখিল থেকে শুরু করে কামিল পর্যায়ের সকল শিক্ষার্থীরা এখান থেকে বই ধার নিয়ে পড়াশোনা করতে পারে। ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ উচ্চতর গবেষণাধর্মী বই রয়েছে।

বিজ্ঞানাগার[সম্পাদনা]

মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ছাত্রদের গবেষণা ও ল্যাব ক্লাস করার জন্য মাদ্রাসায় বিজ্ঞানানার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ছাত্ররা পাঠদান সময়ে ও অবসর সময়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। ২০২০ সালে এই মাদ্রাসা বিজ্ঞানাগার উন্নয়নের জন্য ৬৫০০০ টাকা বাজেট পায়।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কুওয়াতুল মাদ্রাসার সরকারি বিজ্ঞপ্তি" (পিডিএফ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২১ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "এসএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখার দাবি"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২ 
  3. "Kuatul Islam Kamil Madrasha, Kushtia - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২ 
  4. "ইবি'র ফাযিল শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত"bangla.bdnews24.com। ২০২১-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২ 
  5. "বিজ্ঞানাগার বাজেটের অন্তর্ভুক্ত মাদ্রাসার তালিকা" (পিডিএফ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২১