কারবাঁ (১৯৭১-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কারবাঁ
পোস্টার
পরিচালকনাসির হুসাইন
প্রযোজকতাহির হুসাইন[১]
রচয়িতানাসির হুসাইন
চিত্রনাট্যকারশচীন ভৌমিক
শ্রেষ্ঠাংশেজিতেন্দ্র
আশা পারেখ
সুরকাররাহুল দেব বর্মণ
চিত্রগ্রাহকমুনির খান
সম্পাদকবাবু লাভান্ডে
গুরুদত্ত শিরালি
প্রযোজনা
কোম্পানি
নাসির হুসাইন ফিল্মস
টি. ভি. ফিল্মস
মুক্তি
  • ৫ নভেম্বর ১৯৭১ (1971-11-05)
স্থিতিকাল১৬১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

কারবাঁ (হিন্দি: कारवाँ, অনুবাদ'পর্যটক') হচ্ছে ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি রোমাঞ্চকর চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন নাসির হুসাইন এবং প্রযোজক ছিলেন তার ভাই তাহির হুসাইন। চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জিতেন্দ্র এবং আশা পারেখরাহুল দেব বর্মণ ছিলেন চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক।[২] ১৯৭১ সালের ৫ নভেম্বর তারিখে চলচ্চিত্র মুক্তি পায়।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

গানের তালিকা[সম্পাদনা]

# শিরোনাম গায়ক-গায়িকা(গণ) মন্তব্য
"আব জো মিলে হ্যায় তো" আশা ভোঁসলে জিতেন্দ্র, আশা পারেখ এবং অরুণা ইরানিকে নিয়ে চিত্রায়িত
"চাড়তি জাওয়ানি মেরি চাল মাস্তানি" লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি জিতেন্দ্র এবং অরুণা ইরানিকে নিয়ে চিত্রায়িত
"দাইয়া ইয়ে ম্যাঁ কাহাঁ" আশা ভোঁসলে আশা পারেখকে নিয়ে চিত্রায়িত
"দিলবার দিল সে প্যায়ারে" লতা মঙ্গেশকর অরুণা ইরানিকে নিয়ে চিত্রায়িত
"গোরিয়া কাহাঁ তেরা দেশ" মোহাম্মদ রফি, আশা ভোঁসলে জিতেন্দ্র এবং অরুণা ইরানিকে নিয়ে চিত্রায়িত
"হাম তো হ্যায় রাহি দিল কে" কিশোর কুমার জিতেন্দ্রকে নিয়ে চিত্রায়িত
"কিতনা প্যায়ারা ওয়াদা হ্যায়" লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি জিতেন্দ্র এবং আশা পারেখকে নিয়ে চিত্রায়িত
"পিয়া তু আব তো আজা" আশা ভোঁসলে, রাহুল দেব বর্মণ হেলেনকে নিয়ে চিত্রায়িত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Revisiting Caravan (1971), a colourful road movie – Sachin Bhowmick death anniversary special"cinestaan.com। ১২ এপ্রিল ২০২১। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  2. "The Golden Musical Years: 1971 - When RD Burman took control!"dnaindia.com 

বহিঃসংযোগ[সম্পাদনা]