তাজহাট উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাজহাট উচ্চ বিদ্যালয়, রংপুর
ঠিকানা


তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
নীতিবাক্যজ্ঞানই শক্তি
প্রতিষ্ঠাকাল১৮৯৪ খৃ
প্রতিষ্ঠাতাজমিদার গোবিন্দলাল, জমিদারি করেন ১৮৭৯-১৮৯৭ পর্যন্ত (-মৃত্যু ১৮৯৭ খৃ)[১]
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
বিদ্যালয় জেলারংপুর
সেশনজানুয়ারি- ডিসেম্বর
ইআইআইএন১২৭৩৮৪
প্রধান শিক্ষকতৌহিদা খাতুন
শ্রেণী৬ষ্ট-দশম
Years offeredজানুয়ারী-ডিসেম্বর
লিঙ্গসহশিক্ষা
শিক্ষার্থী সংখ্যা৮০০+ জন
ভাষাবাংলা
সময়সূচির ধরনস্কুল
ক্যাম্পাসসমূহ১টি
শিক্ষায়তন১৬৮ শতক
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক
ক্রীড়াফুটবল, ক্রিকেট ইত্যাদি

তাজহাট উচ্চ বিদ্যালয়, রংপুর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর অধীনে পরিচালিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টি বৃটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত (১৮৯৪) হিসাবে পরিচিত।[২]

ইতিহাস[সম্পাদনা]

বিদ্যালয়টি বৃটিশ সরকারের সময় ১৮৯৪ সালে তাজহাট জমিদারের উদ্দোগে প্রতিষ্টিত হয়। জানা যায় জমিদার গোবিন্দলাল ১৮৯০ সালে তাজহাটে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন। পরে এ প্রাইমারি স্কুলটি ১৮৯৪ সালে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়।[১]

অবস্থান[সম্পাদনা]

রংপুর নগরীর পূর্বে তাজহাট জমিদার বাড়ির পাশে অবস্থিত।

অবকাঠামো[সম্পাদনা]

সুপরিসর মাঠ, ৪ তলা ভবন ১ টি, ১ তলা ভবন ১ টি ও সমৃদ্ধ পাঠাগার, সুপরিসর কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার আছে। প্রশাসনিক অবকাঠামে আছে প্রযুক্তি সমন্বিত প্রধান শিক্ষকের কার্যালয়, সুসজ্জিত শিক্ষক বিশ্রমাগার। জাতীয় চেতনার বিকাশে আছে শহীদ মিনার।

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

এ বিদ্যালয়টিতে ৬ষ্ট থেকে দশম শ্রেনী পর্যন্ত সহশিক্ষা কার্যক্রম চালু আছে। নবম-দশম শ্রেনিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় পাঠদান করা হয়।[৩]

অর্জন[সম্পাদনা]

বিভিন্ন সময়ে চিত্রাঙ্কন, বিতর্ক, আবৃত্তি, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য আছে।

ফলাফল[সম্পাদনা]

বিদ্যালয়টিতে জেএসসিতে প্রায় ৮৩% এসএসসিতে প্রায় ৭৫% পাশ করে (গড় অনুযায়ী)।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. পরিষদ, সম্পাদনা (২০০০)। রংপুর জেলার ইতিহাস। রংপুর: রংপুর জেলা প্রশাসন। পৃষ্ঠা ৪৩৫। 
  2. "তাজহাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক - Google Search"www.google.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৯ 
  3. "Tajhat High School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৯ 
  4. "Tajhat High School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৯