আলাপ:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাসদ সংক্রান্ত আলোচনা সমালোচনা অনুচ্ছেদ প্রসঙ্গ[সম্পাদনা]

“জাসদ রাজনীতি বিষয়ে আলোচনা সমালোচনায় এ দলটিকে নঞর্থক হিসেবে দেখেছেন অনেক লেখক” এটির তথ্যসূত্র দিলে ভালো হয়। “জাসদ-বাসদের ভ্রান্ত, দোদুল্যমান ও বিভ্রান্তিকর রাজনীতি প্রসঙ্গে পুস্তক লেখে যে,” - থেকে শুরু করে পরের লাইনগুলো পড়ে মনে হয়েছে এখানে মতামত প্রদান করা হয়েছে। কোন কিছু নিয়ে কেউ সমালোচনা করলে সেই নির্দিষ্ট ব্যক্তির উদ্বিৃতি দান করা উচিত এবং বাক্যটি কোটেশনের মধ্যে থাকা উচিত যেহেতু এটি একেবারেই নেতিবাচক মন্তব্য (উল্লেখ্য, তথ্যসূত্র যাচাইযোগ্য নয়)। সাত নম্বর রেফারেন্সটি উল্লেখযোগ্য নয় কারণ এটি মাতামত পাতায় প্রকাশিত একটি লেখা। সবশেষে অনুচ্ছেদের নাম আলোচনা-সমালোচনা হলেও এখানে শুধুই সমালোচনা তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য কারণ ও রেফারেন্স ব্যতীত কারো গুনগান বা সমালোচনা করা উইকিপিডিয়ার কাজ নয়; আমি যুক্তিসংগত কোন কারণ ব্যতীত অনুচ্ছেদটি বাতিলের পক্ষ্যে। নিবন্ধের বাকী অংশ ঠিক বলেই মনে হয়েছে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪১, ১৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

জাসদ সংক্রান্ত আলোচনা সমালোচনা অনুচ্ছেদটির পরিবর্তে জাসদ সংক্রান্ত পুস্তকসমূহ নামে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। জাসদ বিষয়ে আগ্রহি পাঠকেরা তা থেকে উপকৃত হবেন। --সাদি (আলাপ) ০৫:৫৩, ১৯ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]