মাহে আসল (টিভি ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহে আসল
উদ্বোধনী সঙ্গীতসূচনা
মূল দেশইরান
মূল ভাষাফার্সি
নির্মাণ
ক্যামেরা সেটআপএকাধিক ক্যামেরা (মাল্টি ক্যামেরা)
ব্যাপ্তিকালরমজান মাসে প্রতিদিন
মুক্তি
মূল নেটওয়ার্কআইআরআইবি টিভি থ্রি (IRIB TV3)
মূল মুক্তির তারিখ২০০৭ –
২০১৮

মাহ-ই আসল (ফার্সি: ماه عسل, অর্থ হানিমুন) ছিল প্রতিবছর ইরানে রমজান মাসে চ্যানেল থ্রি-তে ফার্সি ভাষায় প্রচারিত একটি জনপ্রিয় দৈনিক টেলিভিশন অনুষ্ঠান। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ইরানি চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক এহসান আলিখানি। এই অনুষ্ঠানটির মূল বিষয় ছিল এমন ব্যক্তিদের জীবনকাহিনী নিয়ে আলোচনা যারা জীবনে অন্তত একটি বিরল এবং অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছেন। [১] ১২ বছর সম্প্রচার করার পর ২০১৮ সালে মাহ-ই আসল অনুষ্ঠানটি উৎপাদন এবং সম্প্রচার বন্ধ হয়ে গেছে। [২]

উল্লেখযোগ্য অতিথি[সম্পাদনা]

  • ইয়াসি আশকি
  • নারগিস কালবাসি
  • পরাস্তু সালেহি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ماجرای بیماری ناشناخته مهمان «ماه عسل»"মাশরিগ নিউজ (ফার্সি ভাষায়)। ৩০ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৮ 
  2. "ماه عسل علیخانی به خط پایان رسید" ইয়াং জার্নালিস্ট ক্লাব (ফার্সি ভাষায়); ১২ মার্চ ২০১৯

বহিঃসংযোগ[সম্পাদনা]