আলাপন বন্দ্যোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলাপান বন্দ্যোপাধ্যায়
আইএএস
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব
কাজের মেয়াদ
১ অক্টোবর, ২০২০ – ৩১ই মে, ২০২১
গভর্নরজগদীপ ধনখড়
মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়
পূর্বসূরীরাজীব সিনহা
উত্তরসূরীএইচকে দ্বিবেদী
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১লা জুন, ২০২১
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-05-17) ১৭ মে ১৯৬১ (বয়স ৬২)[১]
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
দাম্পত্য সঙ্গীসোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়
সম্পর্কঅঞ্জন বন্দ্যোপাধ্যায় (ভাই)

আলাপন বন্দ্যোপাধ্যায় (জন্ম: ১লা,মে ১৯৬১) হলেন একজন প্রাক্তন আইএএস কর্মকর্তা, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যসচিব এবং ২০২১ সালের ১ লা জুন থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা । [২][৩] তিনি ২০২০ সালে আইএএস অফিসার রাজীব সিনহার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তার কার্যকাল শুরু করেছিলেন। [৪]

পেশাজীবন[সম্পাদনা]

আলাপন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে আইএএস ব্যাচ -১৯৮৭ এর অফিসার ছিলেন। তিনি এর আগে হাওড়া, উত্তরদক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি কলকাতা পৌর কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি পরিবহন, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই), বাণিজ্য ও শিল্প, তথ্য ও সংস্কৃতি, এবং স্বরাষ্ট্র মন্ত্রক (পশ্চিমবঙ্গ) - মুখ্যসচিব হিসাবেও বেশ কয়েকটি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে অন্তর্বর্তীকালীন রাজ্য নির্বাচন কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। [২] তিনি ২০১৭ সালে 'আমলার মন' নামে একটি বই লিখেছিলেন। তিনি ২০২১ সালের ৩১ মে অবসর গ্রহণ করেন এবং ২০২১ সালের ১ লা জুন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদে তিন বছরের জন্য নিযুক্ত হন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আলাপন বন্দ্যোপাধ্যায় ১৯৬১ সালে পশ্চিমবঙ্গের আসানসোলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং শিক্ষাবিদ সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Civil List of IAS Officers
  2. Sep 29, TNN / Updated; 2020। "ALAPON Bandyopadhyay new West Bengal chief secretary, HK Dwivedi gets charge of home | Kolkata News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২ 
  3. "Chief Minister's Office - Government of West Bengal"wbcmo.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২ 
  4. "Alapan Bandyopadhyay is WB's new Chief Secretary"The Hindu (ইংরেজি ভাষায়)। Special Correspondent। ২০২০-০৯-২৯। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২