লালদিয়া সমুদ্র সৈকত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লালদিয়া সমুদ্র সৈকত
সৈকত
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরগুনা জেলা
উপজেলাপাথরঘাটা উপজেলা
ইউনিয়নসদর পাথরঘাটা ইউনিয়ন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

লালদিয়া সমুদ্র সৈকত বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় অবস্থিত বলেশ্বর নদীবিষখালী নদীর মোহনায় এবং লালদিয়া বনের পাশে অবস্থিত।[১] কক্সবাজার সমুদ্রসৈকতের আদলে গড়ে তোলা হচ্ছে এ সৈকত।[২][৩]

অবস্থান[সম্পাদনা]

বরগুনা হতে বাসযোগে পাথরঘাটা যাওয়ার পর মোটর সাইকেলে অতি সহজে লালদিয়া বনে যাওয়া যাবে। এছাড়াও পিরোজপুর হয়ে পাথরঘাটায় যাওয়া যায়।[১] হরিণঘাটা থেকে লালদিয়া বন ধরে হেটে গেলে সৈকতে পৌঁছাতে সময় লাগে ঘণ্টা দুয়েক।[৪]

প্রাকৃতিক নৈসর্গ[সম্পাদনা]

এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। এক পাশে সমুদ্র অন্য পাশে বন, মাঝে সৈকত, এমন প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিতে বিরল। লালদিয়া সমুদ্রসৈকত পাড়ে গড়ে তোলা হয়েছে ঝাউবন। হরিণবাড়িয়া বনে নির্মিত ৯৫০ মিটার দীর্ঘ ফুটট্রেল (পায়ে হাঁটার কাঠের ব্রিজ) সম্প্রসারিত করে লালদিয়া সমুদ্রসৈকত পর্যন্ত নেয়া হয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বরগুনা জেলা"জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "গড়ে উঠছে পর্যটনকেন্দ্র হরিণবাড়িয়া, থাকবে লালদিয়া সি-বিচও"। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৮ 
  3. "কক্সবাজারের আদলে নতুন সমুদ্র সৈকত-নয়া দিগন্ত" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "ডয়েচে ভেলে"। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৮