রাফায়েল তোলোই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাফায়েল তোলোই
২০১৬ সালে আতালান্তার হয়ে তোলোই
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রাফায়েল তোলোই
জন্ম (1990-10-10) ১০ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৩)
জন্ম স্থান গ্লোরিয়া দোয়েস্তে, ইতালি
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতালান্তা
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৭–২০০৯ গোইয়াস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১২ গোইয়াস ১৫১ (২০)
২০১২–২০১৫ সাও পাওলো ৯৫ (৩)
২০১৪রোমা (ধার) (০)
২০১৫– আতালান্তা ১৭০ (৭)
জাতীয় দল
২০০৯ ব্রাজিল অনূর্ধ্ব-২০ ১৯ (০)
২০২১– ইতালি (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:৩১, ২৩ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৩১, ২৩ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রাফায়েল তোলোই (ইতালীয়: Rafael Tolói; জন্ম: ১০ অক্টোবর ১৯৯০) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব আতালান্তা এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৯ সালে, তোলোই ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। মাত্র ১ বছর যাবত ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, তোলোই এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ২টি গোইয়াসের হয়ে এবং ১টি সাও পাওলোর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রাফায়েল তোলোই ১৯৯০ সালের ১০ই অক্টোবর তারিখে ইতালির গ্লোরিয়া দোয়েস্তেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rafael Tolói" (পর্তুগিজ ভাষায়)। Esportes iG। ৪ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]