ইসলামি বিশ্ববিদ্যালয় কলেজ, নাজাফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজ
ধরনবেসরকারি
স্থাপিত২০০৪ (2004)
প্রতিষ্ঠাতাসাদিরুলদিন আল-গুবঞ্চি
শিক্ষার্থী৭০০০ জন
অবস্থান,
ওয়েবসাইটiunajaf.edu.iq/en/
মানচিত্র

ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজ ইরাকের নাজাফে অবস্থিত একটি বেসরকারী ইরাকি বিশ্ববিদ্যালয়। ২০০৪ সালে ইরাকের নাজাফে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সাদিরুলদিন আল-গুবঞ্চি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৭০০০ শিক্ষার্থী ভর্তি রয়েছে। [১] কলেজটি ইরাকি উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত।

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৬ সালে বেসরকারী কলেজের (১৩) নং আইন অনুসারে উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টিকে সরকারী স্বীকৃতি এবং একটি ভিত্তি লাইসেন্স দেয়।

২০০৯ সালে কলেজটিকে মন্ত্রিপরিষদের সাধারণ সচিবালয় থেকে (নাজাফের ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজ) নামে একটি ভিত্তি লাইসেন্সও দেওয়া হয়। ২০০৯ সালের ৫/১১/২০০৯ তারিখের ৩৮১ নং ধারা অনুযায়ী ৩৩১৯০৬ নং চিঠিতে মন্ত্রিপরিষদ সচিবালয় অনুমোদন দেয়।

বিভাগসমূহ[সম্পাদনা]

কলেজটি বিভিন্ন বিভাগে স্নাতক ডিগ্রি প্রদান করে। বিভাগগুলি অন্তর্ভুক্ত: [২]

  • আইন
  • রাজনৈতিক ও আন্তর্জাতিক বিজ্ঞান
  • কুরআনিক ও ভাষাগত শিক্ষা
  • ইসলামিক মতবাদ
  • গনমাধ্যম
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি
  • শীতাতপনিয়ন্ত্রণ প্রকৌশল প্রযুক্তি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Islamic University College Najaf | Admission | Tuition | University"www.unipage.net। সংগ্রহের তারিখ ২০২১-০১-২০ 
  2. "الجامعة الاسلامية في النجف الاشرف – الجامعة الاسلامية في النجف الاشرف" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-২০ 

আরও দেখুন[সম্পাদনা]

  • ইরাকের বিশ্ববিদ্যালয়ের তালিকা

বহিঃসংযোগ[সম্পাদনা]