ওয়াই-ক্রোমোজোমাল অ্যাডাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্বের সমস্ত পিতৃগোষ্ঠীর সদস্যগণ এই প্রথম পিতৃপুরুষের বংশধর।

মানব বংশগতিবিদ্যা অনুসারে, প্রথম পিতৃপুরুষ বা ওয়াই-ক্রোমোজোমাল অ্যাডাম হলেন সেই অজানা পুরুষ যিনি পৃথিবীর সকল পুরুষের নিকটতম সাধারণ পূর্বপুরুষ ছিলেন। বিশ্বের সমস্ত মানব পূর্বপুরুষ গোষ্ঠী এই পৈত্রিক পুরুষের বংশধর। বিজ্ঞানীরা অনুমান করেন যে, এই ব্যক্তি আফ্রিকা মহাদেশে ৬০,০০০ থেকে ৯০,০০০ বছর আগে বাস করতেন।[১] এটি লক্ষণীয় যে গবেষণায় প্রমাণিত হয়েছে যে আধুনিক মানুষের আদি মাতা বা মাইটোকন্ড্রিয়াল ইভ (যিনি বিশ্বের সকল নারী ও পুরুষের নিকটতম সাধারণ আদি মাতা ছিলেন) এই ব্যক্তির প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ বছর সময় পূর্বে তাঁর জীবনকাল অতিবাহিত করেছেন।[২] আন্তর্জাতিকভাবে "সর্বপ্রথম পিতৃপুরুষ"কে "ওয়াই-ক্রোমোজোমাল এ্যাডাম" (Y-chromosomal Adam), "নিকটতম আদি পূর্বপুরুষ"কে "মোস্ট রিসেন্ট এ্যান্সেস্টর" (most recent common ancestor), "আদি বংশধর"দের "হ্যাপ্লোগ্রুপ" (haplogroup), "আদি পিতৃবংশ"সমূহকে "ওয়াই-ক্রোমোজোম হ্যাপ্লোগ্রুপ" (Y-chromosome haplogroup) ও "আদি মাতৃবংশ"সমূহকে "এমটিডিএনএ হ্যাপ্লোগ্রুপ" (mtDNA haplogroup) বলা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Documentary Redraws Humans' Family Tree"। ২৭ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১ 
  2. Mitochondrial Eve and Y-chromosomal Adam ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ মার্চ ২০১৩ তারিখে The Genetic Genealogist