হার্মিটেজ জাদুঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হার্মিটেগ জাদুঘর থেকে পুনর্নির্দেশিত)
রাষ্ট্রীয় হার্মিটেজ জাদুঘর
উইন্টার প্যালেস ভবন থেকে দৃশ্যমান হার্মিটেজ জাদুঘর
মানচিত্র
স্থাপিত১৭৬৪
অবস্থান৩৪ প্যালেস এম্ব্যাঙ্কমেন্ট, ডিভোর্টসভ্য মিউনিসিপাল ওকলগ, সেন্ট্রাল জেলা, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া[২]
স্থানাঙ্ক৫৯°৫৬′২৮″ উত্তর ৩০°১৮′৪৬″ পূর্ব / ৫৯.৯৪১° উত্তর ৩০.৩১২৯° পূর্ব / 59.941; 30.3129
সংগ্রহের আকার৩ মিলিয়ন [১]
পরিদর্শক৯,৬৮,৬০৪ (২০২০)[৩]
পরিচালকমিখাইল পিয়োত্রভস্কি
নিকটতম গণপরিবহন সুবিধাঅ্যাডমিরালতেসকায়া স্টেশন
ওয়েবসাইটhermitagemuseum.org

রাষ্ট্রীয় হার্মিটেজ জাদুঘর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শিল্প ও সংস্কৃতি জাদুঘর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর্ট জাদুঘরটি[৪][৫] ১৭৬৪ সালে প্রতিষ্ঠিত হয়, যখন মহান সম্রাজ্ঞী ক্যাথেরিন বার্লিন বণিক জোহান আর্নস্ট গটজকভস্কির কাছ থেকে চিত্রের একটি চিত্তাকর্ষক সংগ্রহ অর্জন করেন। জাদুঘরটি প্রতি বছর ডিসেম্বর মাসে সেন্ট ক্যাথেরিন দিবসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।[৬] এটি ১৮৫২ সাল থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এটি কোভিড-১৯ মহামারীজনিত কারণে ২০২০ সালে ৯,৬৮,৬০৪ জন দর্শককে আকৃষ্ট করে, যা ২০১৯ সালের থেকে আশি শতাংশ কম। এটি বিশ্বের সর্বাধিক পরিদর্শনীয় শিল্পকর্ম জাদুঘরের ২০২০ সালের তালিকার একাদশতম স্থানে রয়েছে।[৭]

জাদুঘরের সংগ্রহে বিশ্বের বৃহত্তম চিত্রকলার সংগ্রহ সহ ত্রিশ মিলিয়নেরও বেশি উপকরণ (এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশের জন্য সংখ্যাসূচক সংগ্রহ রয়েছে) রয়েছে,[৮] যার মধ্যে কেবলমাত্র একটি সামান্য অংশ স্থায়ী প্রদর্শনের জন্য রয়েছে। সংগ্রহটি রাশিয়ান সম্রাটের পূর্ববর্তী আবাসস্থল উইন্টার প্যালেস সহ প্যালেস এম্ব্যাঙ্কমেন্টের পাশাপাশি ছয়টি ঐতিহাসিক ভবনসমূহের বিশাল কমপ্লেক্স দখল করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hermitage in Figures and Facts"Hermitagemuseum.org। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০ 
  2. "About the State Hermitage Museum"Hermitagemuseum.org। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১ 
  3. The Art Newspaper annual museum visitor survey, March 31, 2021
  4. Top 10 Museums and Galleries
  5. Cityvision2000.com - The Winter Palace and the Hermitage Museum ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০০২ তারিখে
  6. "Page 7" (পিডিএফ)। ২২ অক্টোবর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২১ 
  7. The Art Newspaper annual museum visitor survey, published March 31, 2021
  8. "Page 20" (পিডিএফ)। ২২ অক্টোবর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]