শামসুদ্দীন আজিমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামসুদ্দীন আজিমি
জন্মসোমবার, (1927-10-17) ১৭ অক্টোবর ১৯২৭ (বয়স ৯৬)
জাতীয়তাপাকিস্তানি
উল্লেখযোগ্য কর্ম
মুরাকাবা: সুফি ধ্যানের শিল্প ও বিজ্ঞান
ওয়েবসাইটazeemiasilsila.org/khwaja_shamsuddin.php

শামসুদ্দীন আজিমি (উর্দু: خواجه شمس الدين عظيمي; জন্ম ১৭ অক্টোবর ১৯২৭) একজন পাকিস্তানি আধ্যাত্মিক পণ্ডিত। তিনি আজিমিয়া সুফি তরীকার বর্তমান প্রধান।[১] তিনি আধ্যাত্মিকতা বা মুরাকাবা বিষয়ক গ্রন্থকার এবং পাকিস্তানের করাচিতে মাসিক রুহানি ডাইজেস্টের প্রধান সম্পাদক। তাছাড়া তিনি বিশ্বব্যাপী তিপ্পান্নটি মুরাকাবা হলের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

পরিবার[সম্পাদনা]

শামসুদ্দীনের বাবা ছিলেন আনিস আহমেদ আনসারি এবং মা ছিলেন উমাত-উর-রহমান। তিনি আবু আইয়ুব আল-আনসারির বংশধর ছিলেন, যিনি মুহাম্মদের মদিনায় অভিবাসনের সময় ইসলামি নবী মুহাম্মদের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন।[৩]

শিক্ষা[সম্পাদনা]

১৯৭৯ সাল থেকে কালান্দার বাবা আউলিয়ার মারা যাওয়ার আগ পর্যন্ত আজিমি ষোল বছর তার আধ্যাত্মিক শিক্ষক কালান্দার বাবা আউলিয়ার নিকট অবস্থান করেন এবং তার সেবা করেন। এই সময়কালে আউলিয়া আজিমিকে তার আধ্যাত্মিক জ্ঞান দান করার জন্য উপযুক্ত করে তুলেছিলেন।

এই আধ্যাত্মিক শিক্ষক মারা যাবার পূর্বে শামসুদ্দীন আজিমির কপালে তিনবার ফুঁ দিয়ে উচ্চারণ করেছিলেন "তোমাকে আমার জায়গা নিতে হবে এবং আমার পরে আমার সিলসিলা (সুফি তরীকার পরম্পরা) চলমান রাখতে হবে... যাদের সৎ লক্ষ্য থাকে তারা সৎ ভাবে কাজ করে"।

শামসুদ্দীন আজিমি তার আধ্যাত্মিক গুরুর পরামর্শ অনুযায়ী কাজ করেছিলেন এবং বিশ্বব্যাপী তার লক্ষ্যকে প্রচার করেছিলেন। এর ফলে, আজিমিয়া সুফি আদেশ এখন বিশ্বজুড়ে একটি সুপরিচিত এবং সম্মানিত সিলসিলা।[৩]

রচনাবলী[সম্পাদনা]

  • প্যারাসাইকোলজির উপর বক্তৃতা (১৯৯৪)
  • মুরাকাবা: সুফি ধ্যানের শিল্প ও বিজ্ঞান (২০০৫)
  • সুফি গুরুর অন্তর্দৃষ্টির দিকে যাত্রা (২০০৯)
  • কালার থেরাপি (২০০৯)
  • আধ্যাত্মিক প্রার্থনা (২০০৯)
  • বাবা আউলিয়ার জীবনকাল: বিশ শতকের আধ্যাত্মিক নেতা (২০১০)
  • মুহাম্মদ: নবীর জীবন এবং তার অলৌকিক ঘটনাবলীর বৈজ্ঞানিক ব্যাখ্যা (২০১১)
  • মুহাম্মদ (সাঃ): আল্লাহর নবী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আজিমি, খাজা শামসুদ্দীন। আধ্যাত্মিক প্রার্থনা।
  2. "Khwaja Shamsuddin Azeemi"। ১৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২১ 
  3. "Khawaja Shamsuddin Azeemi"web.archive.org। ২০১৫-০৪-০৪। Archived from the original on ২০১৫-০৪-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]