পিয়ারীমোহন দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পিয়ারীমোহন দাস (১৮৮৮ ― ১২ জুলাই, ১৯৮০) একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী ও সাংবাদিক।

জীবনী[সম্পাদনা]

পিয়ারীমোহন ব্রিটিশ ভারতে ১৮৮৮ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।[১] প্রথম জীবনে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে পাঁচ বছর কারারুদ্ধ থাকেন। পরে ১৯৩০ সালে পূনরায় তাঁকে গ্রেপ্তার করে আট বছর আটক রাখা হয়। মুক্তি পেয়ে তিনি সাংবাদিকতার কাজ নেন। ১৯৪৪ খৃষ্টাব্দ থেকে টানা ৩০ বছর তিনি দেশ পত্রিকায় কর্মরত ছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পিয়ারীমোহন দাস - Barisalpedia"www.barisalpedia.net.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৬ 
  2. বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ, প্রথম খন্ড (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধা। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৮৬। আইএসবিএন 978-8179551356