আতিকা উড়দো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আতিকা ওদহো
টেলিনর পাকিস্তানের করো মুমকিন প্রচারণার জমকালো উদ্বোধনে আতিকা ওদহো
জন্ম (1968-02-12) ১২ ফেব্রুয়ারি ১৯৬৮ (বয়স ৫৬)
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা
কর্মজীবন১৯৮৯–বর্তমান
দাম্পত্য সঙ্গীসমর আলি খান (বি. ২০১২)

আতিকা ওদহো ( উর্দু: عتیقہ اوڈھو‎‎; জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৬৮) হলেন একজন পাকিস্তানি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা এবং নিজস্ব প্রসাধনী ব্র্যান্ড ওদহো প্রসাধনীর প্রতিষ্ঠাতা।[১][২] তিনি আনোয়ার মকসুদের টিভি ধারাবাহিকের মধ্য দিয়ে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি সিতারা অউর মেহরুনিসার জন্য বিখ্যাত, তারপরে দাস্ত, নিজাত, হরজায়ের মতো নাটকে এবং সম্প্রতি হামসফর-এ অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি জো ডর গেয়া ও মর গেয়া, মমি এবং মুঝে চাঁদ চাহিয়ে সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৩][৪]

কর্মজীবন[সম্পাদনা]

আতিকা ওদহো ১৯৬৮ সালে জেকোবাবাদ একটি সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[৫] তিনি ১৯৮৯ সালে মেক-আপ শিল্পী এবং হেয়ারস্টাইলিস্ট হিসেবে তার পেশাগত জীবন শুরু করেছিলেন।[৬] করাচিতে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার মেক-আপ শিল্পী হিসেবে কাজ করার সময় টেলিভিশন ব্যক্তিত্ব আনোয়ার মকসুদ তাকে আবিষ্কার করেন। তিনি ১৯৯৩ সালে সিতারা অউর মেহরুনিসা নাটকে অভিনয় করেন। ১৯৯৫ সালে তিনি জো ডর গেয়া ও মর গেয়া চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ ভূমিকা টি পেয়ার কে সাদকি তে মনসুরার চরিত্রে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. NewsBytes। "Atiqa Odho is all set for a fundraiser in the US"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪ 
  2. "Atiqa Odho Profile"। ২২ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০ 
  3. "Breast Cancer Awareness sessions in colleges"। Shaukat Khanum Memorial। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০ 
  4. "Breast cancer awareness drive need of hour: Odho"The Nation। ২৮ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০ 
  5. Mahrukh Farooq (30 April 2015), "Profile: Atiqa Odho", Slogan magazine (April 2015), vol. 23, no. 6, p. 31
  6. "Beauty business beckons"Dawn.com.pk। ১০ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০