রেবতি কামত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেবতি কামত
জন্ম১৯৫৫
মৃত্যু২১ জুলাই, ২০২০
জাতীয়তাভারতীয়
স্থাপত্য প্রতিষ্ঠানকামত ডিজাইন স্টুডিও

রেবতি এস. কামত (১৯৫৫-২০২০) ছিলেন দিল্লিভিত্তিক একজন ভারতীয় স্থপতি এবং পরিকল্পনাবিদ। তিনি ভারতের মৃত্তিকা স্থাপত্যশিল্পের একজন পথিকৃৎ। অন্যদিকে, ভারতের দীর্ঘতম স্টেইনলেস স্টিল কাঠামো তৈরির কৃতিত্বটিও তার।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

রেবতি কামত ওড়িশার ভুবনেশ্বরে একটি তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বেঙ্গালুরুর মহানদী নদীর তীরে এবং উপজাতি অঞ্চলে তিনি নিজের শৈশবকাল কাটিয়েছিলেন। সেখানে তাঁর প্রকৌশলী বাবা হীরাকুদ বাঁধে কাজ করছিলেন। এই প্রথম বছরগুলি প্রকৃতি, মানুষ এবং জীবনের ছন্দ সম্পর্কে বুঝতে তাঁর জীবনের উপর গভীর ছাপ ফেলেছিল। [২]

নির্বাচিত প্রকল্পসমূহ[সম্পাদনা]

  • নলিনের বাড়ি, হাউজ খাস গ্রাম, দিল্লি[৩]
  • জীবাশ্রম পশুর আশ্রয়, দিল্লি
  • অক্ষয়প্রতিষ্ঠান, দিল্লি [৪]
  • কমিউনিটি সেন্টার, মহেশ্বর, মধ্য প্রদেশ [৫]
  • তাঁতীদের আবাসন প্রকল্প, মহেশ্বর, মধ্য প্রদেশ
  • মধ্য প্রদেশের মহেশ্বরে তাঁতিদের বাচ্চাদের জন্য স্কুল
  • ছত্তিশগড়ের তাম্নারে জিন্দাল বিদ্যুৎকেন্দ্রের প্রবেশদ্বার
  • ছত্তিশগড়ের রায়গড়ের অডিটোরিয়াম
  • রাজস্থানের চুরুতে রাজ্য সরকারের জন্য তাল ছাপার অভয়ারণ্য
  • উপজাতীয় ঐতিহ্য যাদুঘর, ভোপাল, মধ্য প্রদেশ (চলমান প্রকল্প)
  • নোস্টিক সেন্টার, দিল্লি (চলমান প্রকল্প) [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "School of Mobile Crèches"। Dome.mit.edu। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৩ 
  2. [Indian Architect and builder, November 1996, ISSN 0971-5509]
  3. "Nalin Tomar House"। Archnet.org। ২০১২-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৩ 
  4. "Akshay Pratisthan School"। Archnet.org। ২০১২-১২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৩ 
  5. "Community Center"। Archnet.org। ২০১২-১০-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৩ 
  6. http://www.gnosticcentre.com/link_files/Journal_Earth_Matters.pdf[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]