বেগম আখতার রিয়াজউদ্দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বেগম আখতার রিয়াজউদ্দিন[ক] (জন্ম: ১৫ ই অক্টোবর ১৯২৮) হলেন একজন পাকিস্তানি নারীবাদী সক্রিয়কর্মী এবং প্রথম আধুনিক উর্দু -ভ্রমণকাহিনী লেখিকা ।[১][২][৩][৪][৫] তিনি তার প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি রিয়াজ-উদ-দ্বীন নামেও পরিচিত।

জীবন এবং পরিবার[সম্পাদনা]

আক্তার জাহান বেগম ১৯২৮ সালের ১৫ ই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন[৪] এবং ১৯৪৯ সালে লাহোরের কিন্নায়ার্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি ১৯৫১ সালে লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে ইংরেজিতে এমএ সম্পন্ন করেছিলেন। [৩] শিক্ষকতার পেশা দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ১৯৫২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত লাহোরের ইসলামিয়া মহিলা কলেজে প্রভাষিকা ছিলেন। তিনি মিয়া রিয়াজউদ্দিন আহমেদকে [খ] বিয়ে করে বেগম রিয়াজউদ্দিন নামে পরিচিতি লাভ করেছেন।[৬] [গ]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. بیگم اختر ریاض الدین Begam Aḵẖtar Riaẓu l-dīn
  2. Mian is equivalent to Mr.
  3. Begum is equivalent to Mrs.
  1. 1000 PeaceWomen। "Akhtar Riazuddin"PeaceWomen.org। ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৩ 
  2. بہارِ اُردُو ۹। Punjab Textbook Board। ২০০৮। পৃষ্ঠা 60। 
  3. Hyatt, Ishrat (৩১ অক্টোবর ২০০৮)। "'Lifetime Achievement Award' for Begum Akhtar Riazuddin"The News। ২৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৩ 
  4. آئینۂ اُردُو لازمی نہم। Khalid Book Depot। ২০০৮। পৃষ্ঠা 135। 
  5. سرمایۂ اُردُو (حصۂ دوم)। National Book Foundation। ২০১১। পৃষ্ঠা 88। 
  6. Qazi, Mrs. Rifat (২০০৮)। سرمایۂ اُردُو (لازمی)‏। Ilmi Kitab Khana।