অ্যালান গুথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালান গুথ
২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজস্থ ট্রিনিটি কলেজে গুথ
জন্ম
অ্যালান হার্ভি গুথ

(1947-02-27) ২৭ ফেব্রুয়ারি ১৯৪৭ (বয়স ৭৭)
নিউ ব্রান্সউইক, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজি
পরিচিতির কারণমহাবিশ্বের স্ফীতি
বোর্ড-গুথ-ভিলেংকিন উপপাদ্য
স্ফীতি
দাম্পত্য সঙ্গীসুজ্যান টিশ (বি. ১৯৭১)
সন্তান২, ল্যারি গুথসহ
পুরস্কারস্নাতক পর্যায়ে শিক্ষকতার জন্য এমআইটি স্কুল অভ সায়েন্স পুরস্কার

অস্কার ক্লাইন পদক (১৯৯১)
পদার্থবিজ্ঞানে বেঞ্জামিক ফ্র্যাংকলিন পদক (ফ্র্যাংকলিন ইনস্টিটিউট)
ইনস্টিটিউট অভ ফিজিক্স আইজাক নিউটন পদক (২০০৯)
ডির‍্যাক পদক of the International Center for Theoretical Physics in Trieste
বিশ্বতত্ত্বে গ্রুবার পুরস্কার (২০০৪)
মৌলিক পদার্থবিজ্ঞান পুরস্কার (২০১২)

কাভলি পুরস্কার (২০১৪)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রবিশ্বতত্ত্ব, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান, কণা পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
কর্নেল বিশ্ববিদ্যালয়
স্ট্যানফোর্ড রৈখিক ত্বরক
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজি
ডক্টরাল উপদেষ্টাফ্র্যান্সিস ই. লো
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনরবার্ট এইচ. ডিক

অ্যালান হার্ভি গুথ (ইংরেজি: Alan Harvey Guth, জন্ম ২৭শে ফেব্রয়ারি, ১৯৪৭) একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও বিশ্বতাত্ত্বিক। গুথ অতিপারমাণবিক কণাসমূহের তত্ত্বের উপরে গবেষণা করেছেন এবং কীভাবে কণা তত্ত্ব আদি মহাবিশ্বের উপরে প্রযোজ্য সে ব্যাপারেও অধ্যয়ন করেছেন। তিনি বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজির ভিক্টর ওয়াইসকপ্‌ফ পদার্থবিজ্ঞান অধ্যাপক। আলেক্সেই স্তারোবিনস্কি এবং আন্দ্রেই লিন্দের সাথে তিনি ২০১৪ সালে "মহাবিশ্বের স্ফীতি সংক্রান্ত তত্ত্বের অগ্রপথিক হিসেবে" কাভলি পুরস্কার লাভ করেন।[১]

গুথ ১৯৬০-এর দশকে এমআইটি থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক, স্নাতকোতর ও ডক্টরেট উপাধি লাভ করেন। ১৯৭৯ সালে গুথ কর্নেল বিশ্ববিদ্যালয়ে একজন নবীন কণা পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করার সময় মহাবিশ্বের স্ফীতি ধারণাটির অবতারণা করেন এবং ১৯৮০ সালে এ বিষয়ে তাঁর প্রথম বিশেষজ্ঞ আলোচনাসভাটি (সেমিনার) পরিচালনা করেন।[২][৩] এরপর তিনি চাকুরি বদল করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাজ করতে যান এবং সেখানে ১৯৮১ সালে তিনি আনুষ্ঠানিকভাবে মহাবিশ্বের স্ফীতি ধারণাটি প্রস্তাব করেন, যা অনুসারে সদ্য জন্ম নেওয়া মহাবিশ্বটি একটি সূচকীয় হারে স্ফীতিমূলক দশার মধ্য দিয়ে অতিক্রম করেছিল, যা একটি ধনাত্মক শূন্যস্থান শক্তি ঘনত্ব (ঋণাত্মক শূন্যস্থান চাপ) দ্বারা চালিত হয়েছিল।

গুথ তাঁর তত্ত্বটি সম্পর্কে ১৯৯৭ সালে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেন, যার শিরোনাম দ্য ইনফ্লেশনারি ইউনিভার্স: দ্য কুয়েস্ট ফর আ নিউ থিওরি অভ কসমিক অরিজিন্‌স (The Inflationary Universe: The Quest for a New Theory of Cosmic Origins, "স্ফীতিশীল মহাবিশ্ব: মহাবিশ্বের উৎসের একটি নতুন তত্ত্বের অনুসন্ধান অভিযান")।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2014 Astrophysics Citation"The Kavli Foundation। The Kavli Foundation। জুলাই ১৪, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৭, ২০১৪ 
  2. Guth, Alan H. (১৯৯৭), The Inflationary Universe, Reading, Massachusetts: Perseus Books, আইএসবিএন 0-201-14942-7 
  3. SLAC seminar, "10-35 seconds after the Big Bang", January 23, 1980. see Guth (1997), pg 186.