মিনি শিবকুমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিনি শিবকুমার
জন্ম১৯৬১
ত্রিবান্দ্রম, কেরল, ভারত
মৃত্যু৫ সেপ্টেম্বর ২০১০(২০১০-০৯-০৫)
শিক্ষাকেরালা বিশ্ববিদ্যালয়
পেশাশিল্পী
দাম্পত্য সঙ্গীআর. শিবকুমার

মিনি শিবকুমার একজন ভারতীয় দৃশ্যকলা শিল্পী ছিলেন। যদিও তিনি শিল্পের ক্ষেত্রে বেশ দেরিতে এসেছিলেন (৩৮ বছর বয়সে), তিনি তাঁর সহজাত সংবেদনশীলতাপূর্ণ কাজ দিয়ে শিল্পজগতের বৃত্তে বড় প্রত্যাশা তৈরি করেছিলেন। শিক্ষাজগতে জীব-বিজ্ঞানী, মিনি ২০০১ সালে নন্দন, কলাভবন এবং তারপরে নতুন দিল্লির আর্ট হেরিটেজে একক প্রদর্শনীর মাধ্যমে শিল্প জগতে হাজির হয়েছিলেন। এর পর থেকে তিনি আর বিজ্ঞানের জগতে ফিরে যাননি।[১]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

মিনি শিবকুমার ১৯৬১ সালে তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর করেছিলেন। এরপরে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাঁর ডক্টরাল গবেষণা চালিয়েছিলেন। [২]

কর্মজীবন[সম্পাদনা]

মিনি তাঁর কাজগুলি এমন সময়ে প্রদর্শন শুরু করেছিলেন যখন সমসাময়িক ভারতীয় শিল্পে তেজীভাব এসেছিল এবং প্রতিটি প্রদর্শনী ছিল আয়তন এবং আকারে সমৃদ্ধ প্রদর্শনী। ২০০১ সালে তিনি শিল্পকে পেশা হিসাবে নিয়ে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রদর্শনী করেছিলেন। ২০০৮ সালে, তিনি মুম্বাইয়ের বিড়লা আকাদেমিতে একটি বড় একক প্রদর্শনী করেছিলেন।

তিনি তাঁর "রঙের স্পন্দন এবং সৃজনশীল প্রকাশের গতিশীলতা"র জন্য পরিচিত[৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বিশিষ্ট শিল্প ইতিহাসবিদ ও শিক্ষক আর. শিবকুমারের সাথে মিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[১]

ক্যান্সার এবং মৃত্যু[সম্পাদনা]

২০১০ সালের ৫ই সেপ্টেম্বর, মিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।[৪]

চিত্রশিল্পী হিসাবে তাঁর জীবনকাল স্বল্পকালীন হলেও তিনি আমাদের জন্য তাঁর শেষ চিত্রকর্মের মতো পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং এই পৃথিবীতে একজন মহিলার সত্তার এক কল্পিত জগত রেখে গেছেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mini's colourful world"। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১ 
  2. "Mini Sivakumar Passes Away - Trivandrum News"Yentha.com। ৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮ 
  3. "Archived copy"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৪ 
  4. Ajayakumar (১৭ সেপ্টেম্বর ২০১০)। "Mini's colourful world"Thehindu.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮