নিগহাত ইন্তেসার ভাট্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিগহাত ইন্তেসার ভাট্টি
পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
মে ২০১৪ – ৩১ মে ২০১৮
সংসদীয় এলাকাপিপি-১০৭ (হাফিজাবাদ-৩)
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৬৬-০১-০১)১ জানুয়ারি ১৯৬৬
পিন্ডি ভাট্টিয়ান, হাফিজাবাদ, পাঞ্জাব, পাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলপাকিস্তান তেহরিক-ই-ইনসাফ

নিগহাত ইন্তেসার ভাট্টি ( উর্দু: نگہت انتصار بھٹی‎‎  ; জন্ম: ১ জানুয়ারি, ১৯৯৬) হলেন একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি ২০১৪ সালের মে থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

নিগহাত ইন্তেসার ভাট্টি ১৯৬৬ সালের ১লা জানুয়ারিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদ জেলার পিন্ডি ভাট্টিয়ানে জন্মগ্রহণ করেছিলেন।[১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

তিনি ২০১৩ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (এন) (পিএমএল-এন) এর পিপি -১০৭ (হাফিজাবাদ-৩) নির্বাচনী আসন থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে প্রার্থী হয়েছিলেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি ৪৮,২৭২টি ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শোয়েব শাহ নওয়াজের কাছে আসনটি হেরেছিলেন। [২]

তিনি ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে পূর্ববর্তী আসন থেকেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী হিসাবে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছিলেন।[৩] সেবার তিনি ৪৪,০৩৩টি ভোট পেয়ে পিএমএল-এনের প্রার্থী সরফরাজ খান ভাট্টিকে পরাজিত করেছিলেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Punjab Assembly"www.pap.gov.pk। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮ 
  2. "2013 election result" (পিডিএফ)। ECP। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  3. Rehman, Asha’ar (৬ জুন ২০১৪)। "When Imran is pro-system"DAWN.COM। ২৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮ 
  4. "PTI wins Pindi Bhattian by-election"The Nation। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮