সেভেরা নাদিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেভেরা আরহাম নাদিম
জন্ম১৯৭৪
পেশা
  • অভিনেত্রী
  • প্রযোজক
  • পরিচালক
কর্মজীবন১৯৯৫-বর্তমান
সন্তান[১]
পিতা-মাতা

সেভেরা নাদিম একজন পাকিস্তানি অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

সেভেরা নাদিমের জন্ম ১৯৭৪ সালে লাহোরের কাশ্মীরি পরিবারে। তার বাবা শহীদ নাদিম একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি লাহোরের কিন্নায়ার্ড কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন। শাস্ত্রীয় সংগীত বিষয়েও নাদিম পড়াশোনা করেছেন।[২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

অভিনয়[সম্পাদনা]

১৯৮৯ সালে পাকিস্তান টেলিভিশনে প্রচারিত তাঁর প্রথম নাটক কিরণ দিয়ে পনের বছর বয়সে সাভেরা নাদিম অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ধারাবাহিক নাটক ইনকার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।[৪][৫]

প্রযোজক ও পরিচালক[সম্পাদনা]

পরিচালক হিসাবে নাদিমের প্রথম কাজ ছিল কাল, পিটিভি এবং জিও টিভিতে প্রদর্শিত একটি টেলিফিল্মে। পরবর্তীকালে, তিনি পিটিভিতে প্রদর্শিত নাটক কুরবাটন কে সিলসিলির তেরটি পর্ব পরিচালনা করেছিলেন।[৬]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

  • গুড মর্নিং করাচি (২০১৫)
  • মান্টো (২০১৫)

টেলিভিশন[সম্পাদনা]

দ্রষ্টব্য : নাদিম অনেকগুলিও ক্লাসিক পিটিভি ধারাবাহিকে অভিনয় করেছেন, সাম্প্রতিককালে টেলিভিশন কাজের তালিকা নীচে নিম্নরূপ:

  • কিরণ
  • তেরি বেরুখি
  • মঞ্জিল
  • দিয়া জলে
  • মেরা সাইন
  • বারী আপা
  • মেরা ইয়াকিন[৭]
  • ওয়াহ চ্যার
  • মাইন মান্টো
  • কায়দ-ই-তানহাই
  • মাহনূর
  • সাওয়ান
  • ঘড়ুর
  • জানজাল পুর
  • দ্বৈত বিবাহ (ওরফে অরত অর চর দেওয়ারী)
  • কিটনি গিহেইন বাকী হ্যায় - পর্ব#৩৩
  • পুলসারত (টেলি ফিল্ম)
  • বাজি (টেলি ফিল্ম)
  • আরজু (টেলি ফিল্ম)
  • লউত কে চালা আনা[৮]
  • এআরওয়াই ডিজিটাল
  • মীরাস
  • বাবা জানি[৯]
  • হাইয়ান[১০]
  • মেরে পাস তুম হো
  • তেরা ইয়াহান কই নাহিন
  • তুম হো ওয়াজাহ
  • দিখোয়া

আলোচনা অনুষ্ঠান[সম্পাদনা]

নাদিম ২৭ সেপ্টেম্বর ২০১০ থেকে ১ সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত এএজে টিভির সকালের অনুষ্ঠান আজ সুবেহ-এর উপস্থাপক ছিলেন।[৬]

পুরস্কার[সম্পাদনা]

পাকিস্তানি টেলিভিশনের ধারাবাহিক নাটক ইনকারে নাদিমের মুখ্য ভূমিকা ছিল এবং তিনি এই চরিত্রে অভিনয়ের জন্য পাকিস্তান টেলিভিশন পুরস্কারের সেরা নাটক অভিনেত্রীর পেয়েছিলেন।[৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Saadia Qamar (২০১৫-০৮-২২)। "Catching-up With Savera Nadeem"The Express Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮ 
  2. "Savera Nadeem"। PTV Global Official Website। ২০১৪-০৪-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৯ 
  3. Saadia Qamar (২০১১-১২-২৯)। "Quintessence of Versatility: Savera Nadeem"The Express Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮ 
  4. Rehman, Sonya (জুলাই ২০১০)। https://newslinemagazine.com/magazine/interview-savera-nadeem/। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২০  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  5. "'Baat Cheet' with Savera Nadeem"The Nation। ২০১৮-০৮-১০। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৮ 
  6. "Savera Nadeem"। PTV Global Official Website। ২০১৪-০৪-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৯ "Savera Nadeem".
  7. Altaf Hussain (২০১২-১১-২২)। "Mera Yaqeen: A massive letdown by Sarmad Khoosat"। ২০১৯-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮ 
  8. Irfan Ul Haq (২০১৭-০৩-৩১)। "Noman Ijaz's next TV drama will explore men's midlife crisis"Dawn Images। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮ 
  9. Irfan Ul Haq (২০১৮-০৫-১৬)। "Faysal Quraishi's upcoming drama Baba Jani is not a love story"Dawn Images। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮ 
  10. Irfan Ul Haq (২০১৮-১০-০৫)। "Faysal Quraishi talks about his upcoming child abuse TV drama"Dawn Images। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]