আহমেদ আলী খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমদ আলী খান
বাংলা, বিহারউড়িষ্যা (বাংলার নবাব) এর নবাব নাজিম
বেরান উল-মুলক (দেশের প্রশাসক)
ইহতিশাম উদ-দৌলা (দেশের মর্যাদা)
ওয়ালা জা (উচ্চপদস্থ)
নাহাবাত জাং (যুদ্ধে আতঙ্ক)
নবাব নাজিম আহমেদ আলী খান, ওয়ালা জাহ নামে অধিক পরিচিত
১৪ তম বাংলা, বিহার উড়িষ্যার নবাব
রাজত্ব৬ আগস্ট ১৮২১ – ৩০ অক্টোবর ১৮২৪
পূর্বসূরিজাইন উদ্দিন আলী খান
উত্তরসূরিদ্বিতীয় মুবারাক আলী খান
মৃত্যু৩০ অক্টোবর ১৮২৪
মুর্শিদাবাদ প্রাসাদ, মুর্শিদাবাদ
সমাধি
বংশধরদ্বিতীয় মুবারাক আলী খান
ধর্মইসলাম

সৈয়দ আহমদ আলী খান (মৃত্যু: ৩০ অক্টোবর ১৮২৪), যিনি ওয়ালা জাহ নামে পরিচিত, তিনি ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব। তিনি তার অর্ধ-ভাই, জাইন উদ্দিন আলী খান খান ৬ আগস্ট ১৮২১ সালে কোন পুরুষ উত্তরাধিকারবিহীন মারা গেলে তিনি ক্ষমতায় আসেন। ওয়ালা জাহ ১৮২১ থেকে ১৮২৪ সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন।

জীবন[সম্পাদনা]

প্রারম্ভিক বছর[সম্পাদনা]

আহমেদ আলী খান, ওয়ালা জাহ নামে অধিক পরিচিত, বাবর আলী খানের দ্বিতীয় প্রধান স্ত্রীর দ্বিতীয় পুত্র ছিলেন। ১৮২১ সালের ৬ আগস্ট তিনি তাঁর সৎ ভাই জাইন উদ্দিন আলী খানের মৃত্যুর পরনবাব নাজিম হিসাবে বীরন উল-মুলক (দেশের প্রশাসক), ইহতিশম উদ-দৌলা, ওয়ালা জাহ এবং নাহবাত জাং উপাধি নিয়ে তার স্থলাভিষিক্ত হন।[১]

মৃত্যু এবং উত্তরসূরি[সম্পাদনা]

ওয়ালা জাহ ১৮২১ থেকে ৩০ অক্টোবর ১৮২৪ মুর্শিদাবাদ প্রাসাদে তার মৃত্যু পর্যন্ত মাত্র তিন বছরের সংক্ষিপ্ত রাজত্ব ছিল। তাকে জাফরগঞ্জ কবরস্থানে সমাহিত করা হয় এবং তার একমাত্র সন্তান মুবারক আলী খান বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন।

বিবাহ[সম্পাদনা]

প্রধান স্ত্রীগণ[সম্পাদনা]

নবাব নাজিম আহমদ আলী খানের একমাত্র প্রধান স্ত্রী ছিলেন:

  • এইচ এইচ নবাব নজিব-উন-নিসা বেগম সাহেবা। তিনি ছিলেন গাদ্দিনাশীন বেগম । ১৮৫৮ সালের 23 আগস্ট তিনি মুর্শিদাবাদ প্রাসাদে মারা যান এবং তাকে জাফরগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।

মুতাহা স্ত্রীগণ[সম্পাদনা]

নীচে নবাব নাজিম আহমদ আলী খানের মুতাহা স্ত্রীদের তালিকা এবং তাদের সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য রয়েছে:

  • নাম: মিসরি খানুম (মৃত্যু ২৩-সেপ্টেম্বর ১৮৩৭ এর আগে)
  • নাম: ফাতিমা খানুম
  • নাম: বিবি রহিম-উন-নিসা
  • নাম: বিবি হায়াত-উন-নিসা

সন্তান[সম্পাদনা]

ওয়ালা জাহের একমাত্র সন্তান ছিল, যিনি পুত্র হিসাবে তাঁর একমাত্র প্রধান স্ত্রী নাজিব-উন-নিসা বেগমের দ্বারা জন্মগ্রহণ করেছিলেন। তিনি দ্বিতীয় মুবারক আলী খান যিনি ওয়াল্লা জাহকে বঙ্গ, বিহার ও উড়িষ্যার নবাব নাজিমের পদে সফল করেছিলেন।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Records, Indian (১৮৭০)। Indian Records: With a Commercial View of the Relations Between the British Government and the Nawabs Nazim of Bengal, Behar and Orissa (ইংরেজি ভাষায়)। G. Bubb। 

বহিঃসংযোগ[সম্পাদনা]

আহমেদ আলী খান
জন্ম: অজানা মৃত্যু: ৩০ অক্টোবর ১৮২৪
পূর্বসূরী
জাইন উদ্দিন আলী খান (১৮১০–১৮২১)
বাংলার নবাব
৬ আগস্ট ১৮২১ – ৩০ অক্টোবর ১৮২৪
উত্তরসূরী
দ্বিতীয় মুবারাক আলী খান (১৮২৪–১৮৩৮)