আবলুস (উদ্ভিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আবলুস থেকে পুনর্নির্দেশিত)

আবলুস
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Ericales
পরিবার: Ebenaceae
গণ: Diospyros
প্রজাতি: D. ebenum
দ্বিপদী নাম
Diospyros ebenum
Koenig ex Retz.

আবলুস (ইংরেজি নাম ebony) একধরনের কাষ্টল গাছ। এর কাঠের রঙ কালো। আবলুস কাঠের ঘনত্ব জলের থেকেও বেশি। তাই জলে ডুবে যায়। জলে ডুবে যায় এরকম কাঠের সংখ্যা খুব বেশি নেই। এই কাঠের গঠনবিন্যাস সূক্ষ্ম এবং মসৃন ভাবে পলিশ করা সম্ভব বলে অলঙ্কারিক কাজে এই কাঠের ব্যবহার রয়েছে।[১]

আবলুস কাঠের ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রাচীন মিশরীয় সমাধিগুলিতে খোদাই করা আবলুস কাঠের টুকরো পাওয়া গেছে।[২]

আবলুস গাছের আদি নিবাস দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা । মধ্যম আকারের চিরহরিৎ এই কাষ্টল বৃক্ষের পাতা ৬-১৫ সেন্টিমিটার লম্বা এবং ৩-৫ সেন্টিমিটার চওড়া হয়ে থাকে। এর ফল জামের মত, ব্যাস প্রায় ২ সেন্টিমিটার। বৃদ্ধির হার ধীর। শুষ্ক মধ্যম আবহাওয়াবিশিষ্ট অঞ্চলে এই গাছ জন্মে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gaboon Ebony"www.wood-database.com/ Lumber Identification (Hardwoods)। The Wood Database। সংগ্রহের তারিখ ২০১৬-১২-১১ 
  2. D.M., Dixon (১৯ ফেব্রুয়ারি ১৯৬১)। "The ebony trade of ancient Egypt."discovery.ucl.ac.uk 

চিত্রশালা[সম্পাদনা]