স্টিফেন লেকক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টিফেন লেকক
জন্ম(১৮৬৯-১২-১৩)১৩ ডিসেম্বর ১৮৬৯
ইংল্যান্ড
মৃত্যু২৮ মার্চ ১৯৪৪(1944-03-28) (বয়স ৭৪)
পেশাহাস্যরসের লেখক

স্টিফেন লেকক (১৮৬৯- ১৯৪৪) কানাডীয় সাহিত্যের সর্বকালের সবচেয়ে সফল হাস্যরসের লেখক । ব্যঙ্গ ও কৌতুকের মিশেলের একাকার স্টিফেনের প্রথম বই প্রকাশিত হয়েছিল ৩৭ বছর বয়সে। এলিমেন্টস অব পলিটিক্যাল সায়েন্স শিরোনামের গ্রন্থটির লেখক তার আগেই শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত। ইংল্যান্ডে জন্মগ্রহণকারী এই লেখক পরিবারের সাথে কানাডায় অভিবাসী হন সাত বছর বয়সে। রাষ্ট্রবিজ্ঞানী এই অধ্যাপক দেরিতে বই লেখা শুরু করলেও একেবারে কম নয় তার গ্রন্থ সংখ্যা। প্রবন্ধ গ্রন্থের সংখ্যা বাইশটি। এছাড়াও দুটি জীবনী, একটি আত্মজীবনীমূলক গ্রন্থও তিনি রচনা করেছিলেন । [১]

গ্রন্থাবলী[সম্পাদনা]

  • লিটারারি ল্যাপসেস (১৯১০)
  • ননসেন্স নভেলস (১৯১১)
  • সানশাইন স্কেচেস অব অ্যা লিটিল টাউন (১৯১৪)
  • আরকাডিয়ান অ্যাডভেঞ্চারস উইথ দ্য আইডেল রিচ (১৯১৪)
  • মুনবিমস ফ্রম দ্য লার্জার লুনাসি (১৯১৫)
  • ফারদার ফুলিশনেস (১৯১৬)
  • এসেজ অ্যান্ড লিটারারি স্টাডিজ (১৯১৬)
  • ফ্রেঞ্জিড ফিকশান (১৯১৮)
  • দ্য আনসলভড রিডল অব সোশ্যাল জাস্টিস (১৯২০)
  • মাই ডিসকভারি অব ইংল্যান্ড (১৯২২)
  • দ্য গার্ডেন অব ফলি (১৯২৪)
  • উইনোড উইজডম (১৯২৬)
  • শর্ট সার্কিটস (১৯২৮)
  • হিউমার : ইটস থিয়রি অ্যান্ড টেকনিক (১৯৩৫)
  • টু মার্চ কলেজ (১৯৩৯)
  • মাই রিমার্কেবল আঙ্কল (১৯৪২)
  • হাউ টু রাইট (১৯৪৩)

পুরস্কার[সম্পাদনা]

  • গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার [১৯৩৭]

অন্য সম্মাননা[সম্পাদনা]

  • মৃত্যুর পর মহান এ লেখকের স্মৃতিকে ধারণ করতে প্রতিষ্ঠিত হয় স্টিফেন লেকক পুরস্কার।
  • ১৯৬৯ সালে স্টিফেনের জন্মশতবর্ষে কানাডা পোস্ট তার ছবি সংবলিত একটি স্ট্যাম্পও বাজারে প্রকাশ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]