শতক (ভূমি পরিমাপের একক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শতক হলো বাংলাদেশভারতে প্রচলিত একটি ভূমি পরিমাপের একক। ২০শ শতাব্দীর মাঝামাঝিতে উভয় দেশে এককের মেট্রিকীকরণের ফলে সরকারিভাবে এই পরিমাপ অপ্রচলিত হয়ে যায়। তবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রামীণ অঞ্চলে এককটি এখনও ব্যবহৃত হয়। এছাড়া পূর্ব আফ্রিকাতেও ভূমি পরিমাপের জন্য “ডেসিমাল” নামে অনুরূপ একক প্রচলিত আছে।

১ শতক জমি ৪৩২ বর্গফুট বা ৪০.৫০৫৭ বর্গমিটারের সমান।[১][২][৩] এটি প্রায় ১/১০০ একরের সমান।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]