হাসামদিয়া গণহত্যা

স্থানাঙ্ক: ২৩°২৩′ উত্তর ৮৯°৪৪′ পূর্ব / ২৩.৩৯° উত্তর ৮৯.৭৪° পূর্ব / 23.39; 89.74
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাসামদিয়া গণহত্যা
হাসামদিয়া গণহত্যা বাংলাদেশ-এ অবস্থিত
হাসামদিয়া গণহত্যা
স্থানবোয়ালমারী, ফরিদপুর, বাংলাদেশ
স্থানাংক২৩°২৩′ উত্তর ৮৯°৪৪′ পূর্ব / ২৩.৩৯° উত্তর ৮৯.৭৪° পূর্ব / 23.39; 89.74
তারিখ১৬ মে ১৯৭১ (ইউটিসি+৬:০০)
লক্ষ্যবাঙালি
ব্যবহৃত অস্ত্রহালকা মেশিনগান, সেমি-অটোমেটিক রাইফেল
নিহত৩৩
হামলাকারী দলপাকিস্তান সেনাবাহিনী, রাজাকার

হাসামদিয়া গণহত্যা হলো ১৯৭১ সালের ১৬ মে হাসামদিয়া ও আশেপাশের গ্রামে একজন মুসলিমসহ বাঙালি হিন্দুদের ওপর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা।[১][২] গণহত্যায় ৩৩ জন মানুষ প্রাণ হারান।[৩] ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গণহত্যায় জড়িত থাকার অপরাধে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে।[৪]

প্রেক্ষাপট[সম্পাদনা]

হাসামদিয়া ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের অন্তর্ভুক্ত। বোয়ালমারী রেলওয়ে স্টেশন থেকে এটি ছয় কিলোমিটার পূর্বে অবস্থিত। ১৯৭১ সালে হাসামদিয়া ও এর আশেপাশের গ্রাম ময়েনদিয়া, রাজাপুর, শ্রীনগর, পোয়াইল ও রামনগরে হিন্দুদের বসতি ছিল।

হত্যাকাণ্ড[সম্পাদনা]

১৯৭১ সালের ১৬ মে যশোর সেনানিবাস থেকে মেজর নেওয়াজের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী বোয়ালমারী রেলওয়ে স্টেশনে আসে। তারা মুজিব বাহিনীর নেতা ও মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক শাহ মোহাম্মদ আবু জাফরের বাড়িতে তল্লাশী চালায়। কিন্তু জাফরকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। জাফরকে ধরতে ব্যর্থ হয়ে আবুল কালাম আজাদের সহযোগিতায় সেনাবাহিনী হাসামদিয়া, রাজাপুর, রামনগর, পোয়াইল, শ্রীনগর ও ময়েনদিয়া গ্রামের ৩৩ জন ব্যক্তিকে আটক করে, যার মধ্যে ৩২ জন ছিলেন বাঙালি হিন্দু। ধৃতদের রামনগর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এছাড়া সেনাবাহিনী হাসামদিয়া বাজারে অগ্নিসংযোগ করে।

ফলাফল[সম্পাদনা]

বাংলাদেশের স্বাধীনতার পর গণহত্যার শিকার ব্যক্তিদের আত্মীয়দের ২,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে রাষ্ট্রীয়ভাবে গণহত্যার শিকার ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়নি। ২০১৩ সালে গণহত্যায় নিহতদের স্মরণে শাহ জাফর কলেজে একটি স্মৃতিফলক স্থাপন করে হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বোয়ালমারীর হাসামদিয়া গণহত্যা দিবস আজThe Daily Ittefaq। Dhaka। ১৬ মে ২০১৪। ২০ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৪ 
  2. আজ ১৬ মে বোয়ালমারীর হাসামদিয়া গণহত্যা দিবস, হত্যা করা হয় ৩৩ জনকে [16 May Boalmari hasamadiya Day Massacre, killing 33 people]। Bhorer Barta। Dhaka। ১৬ মে ২০১৪। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৪ 
  3. হাসামদিয়া ইহিতাসের নৃশংস গণহত্যা চালায় হানাদার বাহিনীdhakatimes24.com। ১৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৪ 
  4. "Summary of ICT verdict in Abul Kalam Azad Case"The Daily Star। Dhaka। ২২ জানুয়ারি ২০১৩। ২২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৪