ফাবিও লোপেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাবিও লোপেজ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1973-06-17) ১৭ জুন ১৯৭৩ (বয়স ৫০)
জন্ম স্থান রোম, ইতালি
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
বাংলাদেশ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯২–১৯৯৩ আজিয়াতেসে এফ.সি. ৪৮ (০)
পরিচালিত দল
১৯৯৬ - ২০০০ ইউরোলিম্পিয়া/এএস রোমা
২০০০ - ২০০৩ রোমা দল/এএস রোমা
২০০৩ - ২০০৫ আতালান্তা বি.সি. {স্কাউট}
২০০৫ -২০০৭ এএফসি ফিয়োরেন্তিনা {স্কাউট}
২০০৭ - ২০০৮ এফকে বাঙ্গা গারজদাই
২০০৮ - ২০০৯ এফকে সিয়াউলিয়াই
২০১০ - ২০১১ সাবাহ এফএ কারিগরি পরিচালক
২০১১ - ২০১২ পিএসএমএস মেদান
২০১৩ - ২০১৪ বি.জি. স্পোর্টস ক্লাব
২০১৫ - বাংলাদেশ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ফাবিও লোপেজ (ইতালীয়: Fabio Lopez; জন্ম: ১৭ জুন ১৯৭৩) একজন ইতালীয় ফুটবল ম্যানেজার এবং সাবেক ফুটবলার। তিনি একজন অভিজ্ঞ ফুটবল কোচ হিসাবে অনেক খ্যাতিমান ক্লাবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তবর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ পান।[১]

খেলোয়ারী জীবন[সম্পাদনা]

লোপেজ তার খেলোয়ারী জীবন শুরু করেন এ.এস. রোমা একাডেমিতে গোলরক্ষক হিসাবে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে তিনি ১৯৯২-৯৩ মৌসুমে হাটুতে গুরুতর আঘাত পেয়ে খেলোয়ারী জীবনের সমাপ্তি ঘটান।

প্রাথমিক বছর[সম্পাদনা]

কোচিং ক্যারিয়ার[সম্পাদনা]

বাংলাদেশ জাতীয় দল[সম্পাদনা]

লোপেজ প্রথম কোন ইতালীয় কোচ হিসাবে সেপ্টেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ পান।[১]

সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফুটবল দলের নতুন কোচ"। মানবজমিন.কম। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]