আলাপ:শাহীন-সুমন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

ব্যক্তি বিভ্রাট[সম্পাদনা]

ওয়াকিম ভাই, নিবন্ধটি আমি শুধু রুহুল কুদ্দুস খান শাহীনের জন্য স্বতন্ত্র তৈরি করেছিলাম। কারণ ওয়াজেদ আলী সুমন ও শাহীন আলাদা হওয়ার পরে, সুমন তার পূর্ণ নাম (ওয়াজেদ আলী সুমন) নিয়ে চলচ্চিত্র পরিচালনা করছেন, আর শাহীন তার পুরো (রুহুল কুদ্দুস খান শাহীন) নামে চলচ্চিত্র নির্মাণ না করে, তাদের জুটির নাম পরিবর্তন না করে শাহীন সুমন হিসাবেই বর্তমানে চলচ্চিত্র নির্মাণ করছেন। যেহেতু ওয়াজেদ আলী সুমনের নামে স্বতন্ত্র নিবন্ধ আগেই ছিলো, এজন্য আমি রুহুল কুদ্দুস খান শাহীনের জন্য স্বতন্ত্র নিবন্ধ তৈরি করেছিলাম। নবাব (আলাপ) ০৫:৪৮, ৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@নবাব: একক পরিচালক হিসেবে শাহীনের উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠিত হয়নি। তিনি কেবল একটি চলচ্চিত্র পরিচালনা করেছে, সেটিও তেমন আলোচিত নয়। অন্যদিকে, পরিচালক যুগল হিসেবে তারা একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং এখনো কাজ করে যাচ্ছেন (২০২১-এও পাগলের মতো ভালোবাসিবিদ্রোহী নির্মাণ করেছেন)। তাই এককভাবে শাহীনের নামে শিরোনাম পরিবর্তন করে তাদের যুগলের নামে শিরোনাম থাকাই শ্রেয়।--ওয়াকিম (আলাপ) ০৬:১৪, ৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • @WAKIM: ভাই, উনারা ২০১৬ সালের পর আলাদা হয়ে যান, "পাগলের মতো ভালোবাসি" ও "বিদ্রোহী" এগুলো তিনি স্বতন্ত্র পরিচালনা করছেন, যৌথভাবে নয়।

নবাব (আলাপ) ০৬:২৭, ৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]