তালিকু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তালিকু
চাগতাই খানাতের খান
রাজত্ব১৩০৮–১৩০৯
পূর্বসূরিকুনছেক
উত্তরসূরিকেবেক (চাগতাই খান)
জন্মঅজানা
মৃত্যু১৩০৯
পিতাকাদাকছি
মাতাকেরমান
ধর্মইসলাম

তালিকু ছিলেন চাগতাই খানাতের (১৩০৮-১৩০৯) খান। তিনি ছিলেন কাদাকছি এবং রাজকন্যা কেরমানের পুুুত্র এবং বুুুুরির পৌত্র।

কুনছেকের মৃত্যুর পরে, তালিকু ক্ষমতা দখল করেন এবং খান হন। একজন মুসলমান হিসাবে তিনি তার প্রজাদের নিজের ধর্মে রূপান্তর করার চেষ্টা করেছিলেন; এই পদক্ষেপটি জনপ্রিয় হয় নি। তিনি দু'আর বংশধর নয় বলে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাঁর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘটিয়েছিল। তার শত্রুরা দুয়ার পুত্র কেবেককে খান হওয়ার জন্য বেছে নিয়েছিল, এবং ১৩০৯ সালে যুদ্ধে তালিকুকে পরাজিত করেছিল। তার সমর্থকরা কেবেকের বাহিনীতে যোগ দিয়েছিল এবং একই বছর কাইদুর পুত্রদের পরাজিত করতে সহায়ক ভূমিকা পালন করেছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

পূর্বসূরী
কুনছেক
চাগতাই খানাতের খান
১৩০৮–১৩০৯
উত্তরসূরী
কেবেক (চাগতাই খান)