ব্যবহারকারী আলাপ:Redmin

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:R4356th থেকে পুনর্নির্দেশিত)

স্বাগতম[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম। আশা করি এখানে নিয়মিত হবে। আর হ্যাঁ, দাদা অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ বাংলায় দিবেন। বাংলা উইকিতে ইংরেজিতে সম্পাদনা সারাংশ দেয়া বেশ দৃষ্টিকটু। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আর সারাংশ ইংরেজিতে লেখার কারণ আমার ল্যাপটপে বাংলায় লিখতে গেলে বেশি সময় লাগে। তবে চিন্তা করবেন না আমি এরপর থেকে বাংলাতে লিখবো। ধন্যবাদ। :) R4356th (আলাপ) ১৫:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
সাহায্য:বাংলা টাইপ করা দেখতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩০, ৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
পরামর্শের জন্য ধন্যবাদ। R4356th (আলাপ) ১৭:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মোঃ রিজওয়ানুল ইসলাম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

মোঃ রিজওয়ানুল ইসলাম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মোঃ রিজওয়ানুল ইসলাম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ২০:০২, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় R4356th,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মিরাহেজ[সম্পাদনা]

সুধী, মিরাহেজ পাতায় করা আপনার স্থানান্তর পূর্বাবস্থায় ফেরত নেওয়া হয়েছে। প্রথমত একটি বিষয় হলো আলোচনা ব্যতীত এইরকম স্থানান্তর করবেন না, দ্বিতীয়ত বাংলা ভাষায় বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণ করার সময় ব্যবহৃত হয় না, তাই মিরাহীজ বানান টি স্পষ্ট‌ ভুল। —শাকিল (আলাপ · অবদান) ০৮:১৬, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

অনুগ্রহ করে আপনার তৈরি উইকিবেজ নিবন্ধটি সংশোধন করুন। যান্ত্রিক অনুবাদ করবেন না। পাঠক যাতে পড়ে বুঝতে পারে সেভাবে লিখুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:৩০, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

The Translator Barnstar
As the Editing team looks towards the end of their Talk pages project, we want to thank you for your support for translation at MediaWiki.org. I appreciate your help with translation. Thank you, Whatamidoing (WMF) (আলাপ) ২১:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]