ললিত মোহন গান্ধী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ললিত মোহন গান্ধী

ললিত মোহন গান্ধী (২ অক্টোবর ১৯৫১ - ৬ ডিসেম্বর ২০১৬) ওড়িশার একজন ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনীতিবিদ ছিলেন।

১৯৭৭ ও ১৯৮০ সালে তিতলাগড় আসন থেকে ওড়িশা বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়ে, ১৯৮০ সালে তিনি জানকীবল্লভ পট্টনায়েকের অধীনে রাজ্য, তথ্য সম্প্রচার ও জনসংযোগ এবং পরিকল্পনা ও সমন্বয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। [১][২][৩]

খড়িয়ার রোড রেলস্টেশনে সংক্ষিপ্ত স্থগিতের পরে তাঁর ট্রেনটি আবার চালানোর চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়ে গান্ধী মারা গিয়েছিলেন ৬ ডিসেম্বর ২০১৬ সালে। [৪][৫]

তাঁরপর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Former Odisha minister Lalit Mohan Gandhi falls off train, dies
  2. Lalit Mohan Gandhi | MLA Profile[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Former Odisha Minister Lalit Mohan Gandhi dies falling off train"। ২৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১ 
  4. Former Congress MLA Lalit Mohan Gandhi Killed In An Accident
  5. "Former Odisha minister dies after falling off train"। ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৬