নেতাজি সুভাষ রোড, কলকাতা

স্থানাঙ্ক: ২২°৩৪′৩৪″ উত্তর ৮৮°২০′৫৬″ পূর্ব / ২২.৫৭৬১° উত্তর ৮৮.৩৪৮৯° পূর্ব / 22.5761; 88.3489
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেতাজি সুভাষ রোড
নেতাজি সুভাষ রোড থেকে দৃশ্যমান আরবিআই (কলকাতা) ভবন
পূর্ব নামক্লাইভ রোড
রক্ষণাবেক্ষণকারীকলকাতা পৌরসংস্থার
অবস্থানকলকাতা, ভারত
ডাক কোড৭০০০০১
নিকটস্থ কলকাতা মেট্রো স্টেশনমহাকরণ (নির্মানাধীন)
স্থানাঙ্ক২২°৩৪′৩৪″ উত্তর ৮৮°২০′৫৬″ পূর্ব / ২২.৫৭৬১° উত্তর ৮৮.৩৪৮৯° পূর্ব / 22.5761; 88.3489
উত্তর প্রান্তবড় বাজার
দক্ষিণ প্রান্তবিবাদী বাগ

পূর্বে ক্লাইভ রোড নামে পরিচিত নেতাজি সুভাষ রোড[১] (সংক্ষেপে এন এস রোড হিসাবে পরিচিত) কলকাতার বিবাদী বাগে মূলত উত্তর-দক্ষিণে প্রসারিত একটি গুরুত্বপূর্ণ সড়ক।

পথ[সম্পাদনা]

এটি কলকাতার জেনারেল পোস্ট অফিসের কাছাকাছি শুরু হয়ে বড় বাজারে ক্যানিং স্ট্রিট অতিক্রম করে। এর পরে ব্র্যাবর্ন রোড (ব্র্যাবর্ন রোড ফ্লাইওভারের নিকটে) এবং শেষে এটি এমজি রোডে শেষ হয়। নেতাজী সুভাষ রোডেটি হুগলি নদীর তীরবর্তী স্ট্র্যান্ড রোডের পূর্ব পাশে সমান্তরালে উত্তর-দক্ষিণে প্রসারিত।

বাজার[সম্পাদনা]

নেতাজি সুভাষ রোডের দুইপাশে পাম্প, মোটর, ডিজেল ইঞ্জিন, পাইপ, বিয়ারিংস, কৃষি সরঞ্জাম, হার্ডওয়্যার ও রঙের যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামগুলির প্রধান বাজার অঞ্চল অবস্থিত। এছাড়াও ব্র্যাবর্ন রোড ও এমজি রোডের মাঝামাঝি নেতাজি সুভাষ রোডের পাশ বরাবর কলকাতার মূল স্ক্র্যাপ মার্কেট বা ধাতব বাজার রয়েছে। সড়কটি বড় বাজার এলাকার এমজি রোডে শেষ হয়।

কলকাতা স্টক এক্সচেঞ্জটি রাইটার্স ভবনের ঠিক পিছনে নেতাজি সুভাষ রোডের কয়েক মিটার দূরে লিয়নস রেঞ্জে অবস্থিত।

পরিবহন[সম্পাদনা]

বিবাদী বাগে চলাচলকারী সমস্ত বাস নেতাজি সুভাষ রোড বরাবর অবস্থিত জেনারেল পোস্ট অফিস ভবনের কাছে দাঁড়ায়।

কলকাতা ট্রামওয়েজ কোম্পানির বিবাদী বাগ ট্রাম ও বাস টার্মিনাসটিও রাইটার্স বিল্ডিংয়ের ঠিক সামনের দিকে নেতাজি সুভাষ রোডের একপাশে অবস্থিত।

যানবাহন চলাচল[সম্পাদনা]

সড়কটির পাশে রাইটার্স ভবনের অবস্থানের কারণে দিনের যে কোনও সময় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হয়। যাতায়াতের স্বাচ্ছন্দ্যের জন্য সর্বদা প্রচুর পুলিশ ও ট্র্যাফিক পুলিশ নিযুক্ত থাকে। সুতরাং, নেতাজি সুভাষ রোডে ব্যস্ত সময়ে যানজটের ঘটনা ঘটে। এই সড়কে নিরাপত্তাজনিত কারণে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনগুলিকে বেশি সময় থামতে দেওয়া হয় না।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Netaji Subhash Road, Bara Bazar, Bada Bazar Map"। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]