জাতীয় গণ ফ্রন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাতীয় গণ ফ্রন্ট বাংলাদেশের একটি বামপন্থী রাজনৈতিক দল। জেজিএফ ১৯৯৫ সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে বিচ্ছেদ লাভ করে। জেজেএফ বর্তমানে টিপু বিশ্বাসের নেতৃত্বে আছে।[১]

২০০৭ সালের নভেম্বরে জেজিএফ গণতান্ত্রিক বাম মোর্চা প্ল্যাটফর্ম গঠনে ১০ টি বামপন্থী রাজনৈতিক দলের সাথে যোগ দান করেছিল। প্ল্যাটফর্মটি ফখরুদ্দিন আহমেদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা তুলে নেয়া এবং দেশব্যাপী রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি সহ ১৫ টি দাবি উপস্থাপন করেছে।[২] ২০১০ সালের মে মাসে, জেজিএফ আবার অর্থনীতি, ন্যায়বিচার, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে ১১ টি দাবির একীভূত তালিকা সামনে রাখার জন্য অন্যান্য বেশিরভাগ বামপন্থী রাজনৈতিক দলগুলির সাথে যোগদান করেছিল।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জাতীয় গণফ্রন্ট ভেঙে গেল"Kaler Kantho। ১২ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭ 
  2. "AL, left alliance for full lifting of politics ban"The Daily Star। ৯ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭ 
  3. "Leftist parties to launch joint movements"New Age। Dhaka। ২৬ মে ২০১০। ২৯ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।