ইসলামে ধর্মীয় পবিত্রতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পবিত্রতা (আরবি: طهارة, তাহারাত [১]) হল ইসলামের একটি অত্যাবশ্যক অংশ। এটি নাজাসাতের বিপরীত, যা হল ধর্মীয়ভাবে অপবিত্র হওয়ার অবস্থা। এটি প্রাথমিকভাবে শারীরিক অপবিত্রতা (যেমন, মূত্র) দূরীকরণের মাধ্যমে আর তারপর অজু বা গোসলের দ্বারা ধর্মীয় পবিত্রতা অর্জনের মাধ্যমে অর্জিত হয়।

কুরআনে[সম্পাদনা]

কুরআনে বলা হয়েছে: "সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন।"[কুরআন ৯:১০৮] এবং কুরআনে এমন আয়াতও রয়েছে যেখানে মানুষের পবিত্রতা ও অপবিত্রতা সম্পর্কে বলা হয়েছে: "হে ঈমানদারগণ! মুশরিকরা তো অপবিত্র। সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল-হারামের নিকট না আসে। আর যদি তোমরা দারিদ্রের আশঙ্কা কর, তবে আল্লাহ চাইলে নিজ করুনায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।."[কুরআন ৯:২৮]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The same term taharah is also found in Hebrew, applying to purity in Ancient Israel and modern Judaism also.

বহিঃসংযোগ[সম্পাদনা]