৫৭০ (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৫৭০
পরিচালকআশরাফ শিশির
প্রযোজকশাম ইসলাম
চিত্রনাট্যকারআশরাফ শিশির
কাহিনিকারআশরাফ শিশির
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকসমর ঢালী
প্রযোজনা
কোম্পানি
সিনেবাজ ফিল্মস
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

৫৭০ একটি আসন্ন বাংলা ভাষার বাংলাদেশী ঐতিহাসিক বিয়োগান্তক চলচ্চিত্র। সিনেবাজ ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটির রচনা, চিত্রনাট্যপরিচালনা করেছেন আশরাফ শিশির[১] এটির চিত্রনাট্য ১৯৯৬ সালের শেখ মুজিব হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের ভিত্তিতে রচিত হয়েছে। চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও তাকে দাফন করা পর্যন্ত ৩৬ ঘণ্টা সময়ের বাস্তবিক ঘটনাকে চিত্রায়িত করবে। চরিত্রগুলি সরাসরি বাস্তব ঘটনা হতে গৃহীত। বিভিন্ন বাস্তব চরিত্রের উল্লেখযোগ্য রূপদান করেছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, বাপ্পি চৌধুরী, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমন প্রমুখ।

পটভূমি[সম্পাদনা]

নিহত হওয়ার পূর্বে শেখ মুজিবুর রহমান ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে সবপরিবারে বাস করতেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যার পর হেলিকপ্টারে করে একদল সৈনিক শেখ মুজিবের পৈত্রিক ভিটায় তার মরদেহ বহন করে নিয়ে যায় এবং দাফন করে। শেখ মুজিবুর রহমানের মৃত্যু হতে দাফন পর্যন্ত ৩৬ ঘণ্টার বাস্তব ঘটনাসমূহ ৫৭০ চলচ্চিত্রের মূল উপজীব্য।

কুশীলব[সম্পাদনা]

৫৭০ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ও প্বার্শচরিত্রে ৩০০ জন অভিনয়শিল্পী কাজ করেছেন,[১] তন্মধ্যে উল্লেখযোগ্য শিল্পী ও চরিত্রসমূহ নিম্নরূপ[২]-

  • কাজী রাজু
  • সুমনা সোমা
  • দুখু সুমন
  • সুজাত শিমুল[৩]
  • স্বাধীন খসরু - সিকান্দার পাগলা।
  • সানসি ফারুক - মেজর মহিউদ্দিন।[৪]
  • মাসুম আজিজ - মৌলভী আব্দুল হাকিম।
  • এলিনা শাম্মী - কর্নেল হামিদের স্ত্রী।[৫]
  • বাপ্পি চৌধুরী - শেখ মুজিবের মরদেহ বহনকারী সৈনিক।[৬]

নির্মাণ[সম্পাদনা]

২০১৮ সালের আগস্ট হতে ৫৭০ চলচ্চিত্রের প্রাক-নির্মাণ কার্যক্রম শুরু হয়।[৭] একটি ত্রয়ী চলচ্চিত্রের শেষ অংশ হিসেবে ৫৭০ নির্মাণ পরিকল্পনা করা হয়।[৮][৯] বাস্তব নির্ভর চিত্রনাট্য রচনার জন্য আশরাফ শিশির, ১৯৯৬ সালে দায়ের করা বঙ্গবন্ধু হত্যা মামলার বিভিন্ন সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত হতে অধিকাংশ উপাদান গ্রহণ করেছিলেন। চলচ্চিত্রে ইতিহাসের সঠিক রূপায়ন ও শেখ মুজিবের অনুরূপতা যথাযথ উপস্থাপনের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট হতে সম্মতি নিতে হয়েছিল। এছাড়া, তৎকালীন সেনা ও পুলিশ সদস্যদের পোশাক, পদ, পদবী অনুযায়ী সঠিক উপস্থাপনের জন্য সেনাপুলিশের পর্যবেক্ষণ গ্রহণ করা হয়েছিল।[১০] নির্মাণ শুরুর পূর্বে সিনেবাজ ফিল্মস চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে যুক্ত হয়।[১১]

শেখ মুজিবুর রহমানের মৃতদেহ তার পৈত্রিকভূমি টুঙ্গিপাড়ার নিয়ে যাওয়ার পর তৎকালীন সেনা সদর হতে তাকে এক ঘণ্টার মধ্যে দ্রুত দাফনের তাগিদ ছিল। তার লাশবহনকারি সেনা সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দাফন করেনি। তারা শেখ মুজিবকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে দাফন করেছিলেন। শেখ মুজিবের মরদেহ গোসলের জন্য '৫৭০' নামের একটি সাবান ব্যবহার করা হয়েছিল। সেই সাবানের নাম অনুসারে চলচ্চিত্রটির নামকরণ করা হয়।[১১][১২]

এই ছায়াছবির দৃশ্যধারণ মাত্র ২০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হয়েছিল। ২০২০ সালের ৩ অক্টোবর হতে গাজীপুরের হোতাপাড়ায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়[২][৫] এবং ২৩ অক্টোবর চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[১৩]

মুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটি প্রাথমিকভাবে ২০২১ সালের ১৭ মার্চ মুক্তির পরিকল্পিত ছিল।[১৪] তবে এটি এখনো মুক্তি পায়নি।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্রের শুটিং শুরু"আরটিভি অনলাইন। ২০২০-১০-০৩। ২০২১-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  2. "বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে সিনেমা '৫৭০'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-১০-০৩। ২০২০-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  3. "বাবু ভাইয়ের মতো অভিনেতা হতে চাই"প্রথম আলো। ২০২০-১১-১৯। ২০২০-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১ 
  4. "বঙ্গবন্ধুর সিনেমায় সানসি ফারুক"দৈনিক ইত্তেফাক। ২০২০-১০-২২। ২০২১-০৪-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১ 
  5. "এলিনা শাম্মীর নতুন যাত্রা '৫৭০'"দৈনিক ভোরের কাগজ। ২০২০-১০-০৭। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮ 
  6. "'আমার ক্যারিয়ারের মাইলফলক হবে ৫৭০'"সারাবাংলা.নেট। ২০২০-১০-২৮। ২০২১-১২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১ 
  7. "বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটেছিল?"আরটিভি অনলাইন। ২০১৮-০৮-১২। ২০২১-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  8. "বঙ্গবন্ধুকে নিয়ে আশরাফ শিশিরের '৫৭০' শুরু"চ্যানেল আই অনলাইন। ২০২০-১০-০৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "'বঙ্গবন্ধুকে নিয়ে ট্রিলজি নির্মাণের পরিকল্পনা আছে আমার'"বণিক বার্তা। ২০২০-১০-১৯। ২০২০-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১ 
  10. "বঙ্গবন্ধুকে নিয়ে '৫৭০' এ তিন যুগের তিন নায়ক"সারাবাংলা.নেট। ২০২০-০৮-১৭। ২০২১-০৪-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১ 
  11. "বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে সিনেমার নাম '৫৭০' কেন"বাংলা ট্রিবিউন। ২০২০-১০-০৪। ২০২০-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১ 
  12. "৫৭০: ১৫ আগস্টের কালো অধ্যায়"দৈনিক যুগান্তর। ২০২০-১১-১৯। ২০২১-০৪-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১ 
  13. "দুর্যোগকালে শেষ হল যেসব ছবির শুটিং"প্রথম আলো। ২০২০-১১-০৯। ২০২০-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 
  14. "বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে '৫৭০'"দ্য ডেইলি স্টার। ২০২০-১০-০৪। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]