কে জি আম্বেগাওকর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কে জি আম্বেগাওকর ১৯৫৭ সালের ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ১৯৫৭ পর্যন্ত ভারতের রিজার্ভ ব্যাংকের পঞ্চম গভর্নর ছিলেন। তিনি ভারতীয় সিভিল সার্ভিসের সদস্য ছিলেন এবং আরবিআইয়ের ডেপুটি গভর্নর পদে নিয়োগের আগে তিনি অর্থ সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বি রমা রাউয়ের পদত্যাগের পরে তিনি রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বিএন আদরকর (৪২) এবং অমিতাভ ঘোষ (২০) এর পরে তাঁর কার্যকাল তৃতীয় সংক্ষিপ্ততম (৪৫ দিন)। [১] দ্বিতীয় ভারতীয় গভর্নর হিসাবে আম্বেগাঁওকারের স্বাক্ষরের কোনও ভারতীয় রুপির নোটে উপস্থিত হয় নি, তবে অর্থ সচিব হিসাবে তাঁর স্বাক্ষর স্বাধীনতার পরে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এক রুপির নোটে প্রকাশিত হয়েছিল। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Governors"। Reserve Bank of India। ১৬ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-০৮ 
  2. Jain, Manik (২০০৯)। Indian Paper Money Guide Book 2009। Philatelia। পৃষ্ঠা 125, and 126।